ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

দুই বছর পর টি-টোয়েন্টি দলে শারমীন, ফিরলেন তৃষ্ণা-সুমনা-মেঘলা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:১৯, ২ ডিসেম্বর ২০২৪
দুই বছর পর টি-টোয়েন্টি দলে শারমীন, ফিরলেন তৃষ্ণা-সুমনা-মেঘলা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই টি-টোয়েন্টির জন্য সোমবার (০২ ডিসেম্বর, ২০২৪) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে ৪ ম্যাচে জয় পেয়েছিল মাত্র ১ ম্যাচে।

সেই স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। দলে নেই সাথী রানি, সুলতানা খাতুন ও দিশা বিশ্বাস। বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তারকেও। দিশা বিশ্বাসকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

আরো পড়ুন:

দলে ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২১১ রান করে তাক লাগিয়ে দেওয়া শারমীন আক্তার সুপ্তা। তার সঙ্গে আছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও সানজিদা আক্তার মেঘলা।

দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সুপ্তা। সবশেষ ২০২২ সালের ৭ ডিসেম্বর নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। ওয়ানডেতে দেড় বছর পর মাঠে ফিরে নিজের প্রত্যাবর্তন দারুণভাবে রাঙিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে কেমন করেন সেটাই দেখার।

সিলেটে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। প্রথম দুই ম্যাচ দুপুর ২টায় এবং শেষ ম্যাচ সকাল ১০টায় শুরু হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
নিগার সুলতানা জ‌্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমীন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট‌্যান্ডবাই:
দিশা বিশ্বাস, শামীমা সুলতান ও শারমীন সুলতানা।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়