ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ছয় আঙুল তুলে কী বোঝাতে চেয়েছিলেন গার্দিওলা?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৩২, ২ ডিসেম্বর ২০২৪
ছয় আঙুল তুলে কী বোঝাতে চেয়েছিলেন গার্দিওলা?

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। সবশেষ সাত ম্যাচে তারা জয় বঞ্চিত। তার মধ্যে হেরেছে ছয়টিতে। সবশেষ রোববার (১ ডিসেম্বর) রাতে লিভারপুলের কাছে হার মেনেছে ২-০ গোলে।

ম্যাচে দর্শকরা গার্দিওলাকে দুয়ো দিয়েছেন। তার পদত্যাগ চেয়ে স্লোগান দিয়েছেন। সেই সময় দর্শকদের উদ্দেশ্য করে গার্দিওলা ছয় আঙুল দেখিয়েছিলেন। সেটার মাধ্যমে এই স্প্যানিশ কোচ কী বোঝাতে চেয়েছিলেন?

সোমবার (২ ডিসেম্বর) অবশ্য সেটার ব্যাখ্যা দিয়েছেন তিনি। ম্যানসিটি যখন লিভারপুলের কাছে রাতে হারলো, তখন গ্যালারি থেকে দর্শকরা গার্দিওলাকে উদ্দেশ্য করে বলছিল, ‘‘সকালবেলাই তুমি বরখাস্ত হতে যাচ্ছ।’’

আরো পড়ুন:

সেটার জবাবে গার্দিওলা ছয় আঙুল তুলে তার তত্ত্বাবধানে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জেতার বিষয়টি বোঝান। শুধু ছয়টি লিগ শিরোপাই নয়, গার্দিওলা ম্যানসিটিকে একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতিয়েছেন।

‘‘আমি আসলে প্রত্যাশা করিনি অ্যানফিল্ডে ২-০ গোলে হারার পর আমাকে বরখাস্ত করার স্লোগান শুনতে হবে। হয়ত আমি বরখাস্ত হওয়ার যোগ্য। আমাদের যে রেজাল্ট তাতে সত্যিকারভাবেই আমি বরখাস্ত হওয়ার যোগ্য। তারপরও আমি যেহেতু এখনো চাকরিতে বহাল আছি, তার কারণ আমি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও অন্যান্য অনেক শিরোপা জিতেছি। কিন্তু লিভারপুলের কাছে ২-০ ব্যবধানে হারার পরেই দর্শকদের দুয়োধ্বনি ও বরখাস্ত করার স্লোগান শুনতে হবে ভাবিনি। যখন আপনি জিতবেন তখন আপনি হাসবেন। আর যখন আপনি হারবেন তখন তারা হাসবে। আমাকে এটা মেনে নিতেই হবে।’’

ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলার ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে সিটির বর্তমান পারফরম্যান্স দর্শকদের মধ্যে তীব্র হতাশা ও অস্বস্তি তৈরি করেছে। পারফরম্যান্সের এই করুণ দশা চলতে থাকলে ম্যানসিটিতে গার্দিওলা যুগের সমাপ্তি ঘটে যেতে পারে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়