ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণে আবারও জরুরি সভা ডেকেছে আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২ ডিসেম্বর ২০২৪  
চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণে আবারও জরুরি সভা ডেকেছে আইসিসি

শুক্রবার আয়োজন করা হয়েছিল আইসিসির সভা। কিন্তু সেখানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। এরপর ভারত ও পাকিস্তানকে সময় দেওয়া হয় এ বিষয়ে নিজেরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে। কিন্তু সেখানেও আসেনি কোনো সমাধান। তাই বাধ্য হয়ে আইসিসি আজ সোমবার (০২ ডিসেম্বর) হঠাৎ জরুরি সভা ডেকেছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই সভা।

সভায় জয় শাহ আনুষ্ঠানিকভাবে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি সেখানে চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণও করা হবে। যেহেতু ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক আইসিসির সভাপতির দায়িত্ব নিচ্ছেন, সেহেতু বিষয়টি সবাইকে আগ্রহী করে তুলেছে যে চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে কি সিদ্ধান্ত দেন তিনি। কিংবা কোন পথ অবলম্বন করে তিনি এই বিষয়ে ঐক্যমত ও সিদ্ধান্তে পৌঁছান।

সভায় যদি ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া না যায় তাহলে ভোটের আয়োজন করা হবে। সেটা নিয়ে অবশ্য পাকিস্তান শঙ্কা করছে। তাদের শঙ্কা ভারত তাদের প্রভাব খাটিয়ে তাদের ইচ্ছাধীন সিদ্ধান্ত নিয়ে আসতে পারে।

আরো পড়ুন:

ভারতের চাওয়া হাইব্রিড মডেল। সেটাতে রাজি হতে পাকিস্তানও একই প্রস্তাব দিয়েছে। অর্থাৎ ভারত যদি পাকিস্তানের মাটিতে এসে খেলতে না পারে। ভারতের ম্যাচ যদি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। তাহলে ভবিষ্যতে ভারত আয়োজিত কোনো টুর্নামেন্টেও পাকিস্তান সেখানে গিয়ে খেলবে না। তাদের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে হবে। কিন্তু ভারত সেটাও রাজি হচ্ছে না। তাতে করে দেখা দিয়েছে অচলবস্থার।

এখন দেখার বিষয় জরুরি সভায় এই অচলবস্থার অবসান হয় কিনা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়