বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে গ্রেভস-জাঙ্গু
সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ক্যারিবীয়ানরা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সোমবার (০২ ডিসেম্বর, ২০২৪)।
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের দল থেকে পরিবর্তন এসেছে দুইটি। ওই সিরিজে কোনো ম্যাচ না খেলে বাদ পড়েছেন কিপার ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ও লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। তাদের জায়গায় ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস এবং আমির জাঙ্গু। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আমির।
জাস্টিন গ্রেভস টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলছেন। প্রথম টেস্টে শতক পেয়েছিলেন এই ব্যাটসম্যান। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট সুপার ফিফটি কাপে টানা তিন সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ‘লিস্ট এ’ ক্রিকেটে এমন কীর্তি করেন গ্রেভস। ৫ ম্যাচে তার রান ছিল ৪০১। এছাড়া জাঙ্গু একই প্রতিযোগিতায় ছিলেন টপ স্কোরার। ৭ ম্যাচে ৮৯.২০ গড় ও ১ সেঞ্চুরি ও তিন ফিফটিতে তার রান ছিল ৪৪৬। তাইতো তাকে প্রথমবারের মতো ডাক দেওয়া হয়েছে জাতীয় দলে।
সেন্ট কিটসে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর। পরের দুইটি ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
শেই হোপ, ব্রেন্ডন কিং, কেচি কার্টি, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রেভস, সিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, সামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফান রাদারফোর্ড, জয়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ঢাকা/ইয়াসিন/আমিনুল