ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

১০ উইকেটের জয়ে সিরিজ পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ৩ ডিসেম্বর ২০২৪  
১০ উইকেটের জয়ে সিরিজ পাকিস্তানের

তরুণ স্পিনার সুফিয়ান মুকিমের রেকর্ড গড়া ম্যাচে ১০ উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান। আর তাতে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর, ২০২৪) বিকেলে বুলাওয়েতে টস জিতে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে মুকিমের বোলিং তোপে ১২.৪ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়। জবাবে ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। সাইম আইয়ুব ১৮ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৬ ও ওমাইর ইউসুফ ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

তার আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৭ রান করে জিম্বাবুয়ে। সেখান থেকে ৫৭ রানে যেতেই অলআউট হয়ে যায় তারা। উদ্বোধনী জুটিতে ব্রিয়ান বেনেট ও মারুমানি ৩৭ রান তোলেন। বেনেট ৩ চার ও ১ ছক্কায় ২১ ও মারুমানি ৩ চারে করেন ১৬ রান।

আরো পড়ুন:

এরপর তাদের উইকেট মিছিল শুরু হয়। ১২.৪ ওভারে ৫৭ রানে সবকটি উইকেট হারায়। বিনা উইকেটে ৩৭ থেকে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে ৫৭ রানে অলআউট হয়ে যায় স্প্রিংবকরা। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে এটা কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম ২.৪ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। যা তার তো বটেই, পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সেরা বোলিং ফিগার। এ যাত্রায় মুকিম পেছনে ফেলেন ওমর গুল ও ইমাদ ওয়াসিমকে। মুকিমের আগে কেবল তারা দুজনই টি-টোয়েন্টিতে পেয়েছিলেন ফাইফার।

আব্বাস আফ্রিদি ২ ওভার বল করে ১ মেডেনসহ ২ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া আবরার আহমেদ, হারিস রউফ ও সালমান আলী আগা ১টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হন মুকিম। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়