ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

‘আমরা শক্তিশালী ভাবে ফিরে এসেছি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ৪ ডিসেম্বর ২০২৪  
‘আমরা শক্তিশালী ভাবে ফিরে এসেছি’

সিরিজ সেরার পুরস্কার হাতে তাসকিন আহমেদ। ছবি: বিসিবি।

ভারতের মাটিতে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন ব্যর্থতার ষোলোকলা পূরণ হলো। ওয়েস্ট ইন্ডিজে পা দিয়েও মেলেনি জয়ের দেখা। হার দিয়ে সিরিজ শুরু।

এরপর ঘুরে দাঁড়ানোর গল্প। এ জন্য কৃতিত্ব পেসারদের পাল্লায় যাবে বেশি। নাহিদ রানার তোপে ১৬৪ করেও ১৮ রানের লিড। এরপর জাকের আলী যেন এলেন দেবদূত হয়ে। ৯১ রানের সাহসী ইনিংসে দলকে এনে জয়ের শক্ত ভিত।

সেই ভিতে দাঁড়িয়ে অভিজ্ঞ তাইজুল ঘুর্ণিজাদুতে এলোমেলো করে দেন উইন্ডিজ ব্যাটিংকে। এরপর পেসারদের তোপে ১৮৫ রানে অলআউট। বাংলাদেশ পায় ১০১ রানের দাপুটে জয়। সঙ্গে সিরিজে সমতা। ট্রফি ভাগভাগি। 

আরো পড়ুন:

তাইতো তাসকিন আহমেদ বলছেন তারা শক্তিশালী-ভাবে ফিরে এসেছেন, ‘আমরা একটা কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটা সিরিজ হারায় আমরা মোরালি ডাউন ছিলাম। আমরা অনেক শক্তিশালী-ভাবে ফিরে এসেছি।’

তাসকিন বাস্তবতাই বোঝাতে চেয়েছেন। ১১ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। বলছিলেন অবিরাম চেষ্টার কথা, ‘দুটা ম্যাচেই সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে সিরিজ সেরা হিসেবে। আরও অনেক আসবে। আমি আমার কাঁধ নিয়ে টেস্ট ক্রিকেটটা আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, আল্লাহর রহমতে আগের চেয়ে বেটার। আশা করছি এমন বড় অর্জন আরও হবে সামনে।’

ওয়েস্ট ইন্ডিজে ২০০৯ এর পর কোনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। চব্বিশে এসে পাওয়া গেলো কাঙ্ক্ষিত জয়। মানসিকভাবে চাঙ্গা হতে এই জয় ছিল ভীষণ প্রয়োজন। তাসকিনের কথাতে তাই ফুটে উঠেছে স্বস্তির নিঃশ্বাস।

‘আলহামদুলিল্লাহ। আসলে এটা অনেক বর অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও সংগ্রাম করে।’ 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়