ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সিরিজ সেরা হয়েও বাদ সাজিদ, ফিরলেন বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৪, ৪ ডিসেম্বর ২০২৪
সিরিজ সেরা হয়েও বাদ সাজিদ, ফিরলেন বাবর

সাজিদ খান ভাগ্যকে দুষবেন নাকি পাকিস্তান জাতীয় দলের নির্বাচকদের? প্রশ্নের উত্তরে সাজিদ সান্ত্বনা খুঁজতে পারেন কন্ডিশনে। সবশেষ টেস্ট সিরিজে সেরা খেলোয়াড় হয়েও কন্ডিশনের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি এই স্পিনারের। তার বাদ পড়ার সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তন হলো, আবারো টেস্ট দলে ফিরেছেন বাবর আজম।

সবশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বাদ পড়েছিলেন বাবর আজম। এরপর তাকে নিয়ে জলঘোলা কম হয়নি। আলোচনা-সমালোচনার ঢেউ পেরিয়ে অবশেষে আবারও দলে ফিরলেন এই ব্যাটার। প্রোটিয়াদের বিপক্ষে তিন ফরম্যাটের দলেই তাকে রেখেছেন নির্বাচকরা।

ইংল্যান্ড সিরিজে নায়ক হয়ে ওঠ সাজিদ খান নেই কোনো ফরম্যাটেই। তার সঙ্গে টেস্টে জায়গা হয়নি শাহিন শাহ আফ্রিদীরও। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল সাজিদের। সিরিজে নিয়েছিলেন ১৯ উইকেট। সাজিদ বাদ পড়েছেন মূলত কন্ডিশনের কারণে। তার জায়গায় নেওয়া হয়েছে নোমান আলীকে।

আরো পড়ুন:

বাকিদের মধ্যে নাসিম শাহকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডে দলে। আফ্রিদির জায়গায় ২০২১ সালের পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। আফ্রিদি আছেন রঙিন পোশাকের দুই ফরম্যাটে। তাকে দীর্ঘ সংস্করণে না রাখার ব্যাখ্যায় নির্বাচকরা বলেছেন, ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট রক্ষা করতেই মূলত এই সিদ্ধান্ত। 

১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টির পর সমান সংখ্যক ওয়ানডে খেলবে দুইদল। এরপর ৩ জানুয়ারিতে কেপটাউনে শুরু হবে একমাত্র টেস্ট।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়