ঐতিহাসিক চা বাগানে ব্যতিক্রম ট্রফি উন্মোচন
প্রথম দেখায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইসকে দেখে চিনতে কষ্ট হতে পারে। ভালো করে তাকালেই কেবল তাদের চেনা যায়।
১৭৫ বছরের পুরনো সিলেটের মালনিছড়া চা বাগানের মধ্যে ‘বাংলাদেশ-আয়ারল্যান্ড’ নারী ক্রিকেট দলের সিরিজের স্পন্সরদের প্লে-কার্ড সারি সারি সাজিয়ে রাখা। এরপর সিরিজের লোগো সম্বলিত ছোট্ট ব্যানার। তার সামনে সুন্দর ট্রফি হাতে দাঁড়িয়ে জ্যোতি ও গ্যাবি। তারা জাতীয় জলের জার্সি না পরে চা শ্রমিকদের পোশাকে এসেছেন। চা বাগানের মধ্যে ছায়াবৃক্ষের মতো দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন ছবি তোলার জন্য। সিরিজটি যেহেতু সিলেটে, তাই সেখানকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার প্রচেষ্টা ছিল।
ব্যতিক্রম এই আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার (০৪ ডিসেম্বর, ২০২৪) উন্মোচিত হলো ‘বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের’ ট্রফি। আগামীকাল দুপুর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজ। এরপর শনিবার দ্বিতীয় ও সোমবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
তার আগে ঢাকায় অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের মেয়েদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথম ম্যাচ ১৫৪ রানে, দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে ও তৃতীয় ম্যাচ জ্যোতিরা জিতে নেয় ৭ উইকেটে। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের পালা।
ঢাকা/আমিনুল