ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

পাকিস্তান সিরিজে নেই দ. আফ্রিকার অধিনায়ক ও তারকা ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:০০, ৪ ডিসেম্বর ২০২৪
পাকিস্তান সিরিজে নেই দ. আফ্রিকার অধিনায়ক ও তারকা ক্রিকেটাররা

মঙ্গলবার থেকে ডারবানে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ বুধবার (০৪ ডিসেম্বর, ২০২৪) ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলায় এই দলে নেই নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম। তার পরিবর্তে হেনরিখ ক্লাসেন নেতৃত্ব দিবেন দলকে। মার্করামের পাশাপাশি নেই মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসু রাবাদা ও ট্রিস্টান স্টাবস।

তবে দলে আছেন অ্যানরিখ নরকিয়া ও তাবরেজ শামসির মতো তারকারা। তিন বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার জর্জ লিন্ডে। সবশেষ তিনি ২০২১ সালে খেলেছিলেন। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে লিন্ডে ১৭৮.১২ স্ট্রাইক রেটে ১৭১ রান করেছেন।

আরো পড়ুন:

টি-টোয়েন্টি দল নিয়ে কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘দলের ১৫ জন খেলোয়াড়েরই অভিজ্ঞতা রয়েছে খেলার। আমরা তাদের অভিজ্ঞতার সমন্বয়ে একটি ইউনিট বানাতে চাই।’

ডারবানে শুক্রবার অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর সেঞ্চুরিয়নে ১৩ ডিসেম্বর হবে দ্বিতীয়টি। আর ১৪ ডিসেম্বর জোহানেসবার্গে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড:
হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), অটনিল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, ডোনোভান ফেরেইরা, রিজা হেন্ড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, এনকাবা পিটার, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, অ্যান্ডিলে সিমেন ও রাসি ফন ডের ডুসেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়