ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

১৬ মাস পর ফেরা বোল্যান্ডকে নিয়ে অ্যাডিলেডে নামছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:০২, ৫ ডিসেম্বর ২০২৪
১৬ মাস পর ফেরা বোল্যান্ডকে নিয়ে অ্যাডিলেডে নামছে অস্ট্রেলিয়া

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার একাদশে ফিরছেন বোল্যান্ড।

বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। শুক্রবার (৬ ডিসেম্বর) অ্যাডিলেডে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগেরদিন একাদশ দিয়েছে অস্ট্রেলিয়া। এই টেস্টে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অজিরা। জশ হ্যাজেলউডের জায়গায় সুযোগ পেয়েছেন স্কট বোল্যান্ড।

দীর্ঘদিন পর একাদশে ফিরলেন বোল্যান্ড। সবশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এই পেসার। ২০২৩ সালের ৯ জুলাই সাদা পোশাকে বল হাতে সবশেষ ঝলক দেখিয়েছেন তিনি। এরপর দীর্ঘ ১৬ মাস আর দলে ফেরা হয়নি।

প্রথম টেস্টে হারের পর হ্যাজেলউডের ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেইনের চোটে এই পেসার ছিটকে যাওয়ায় কপাল খুললো -বোল্যান্ডের। এছাড়া আর কোনো পরিবর্তন আসেনি একাদশে। চোটের শঙ্কা থাকলেও এই টেস্টে জায়গা ধরে রেখেছেন মিচেল মার্শ। 

আরো পড়ুন:

পার্থ টেস্টে ভালো করতে না পারলেও নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন নাথান ম্যাকাসুইনি। প্রথম টেস্টে কিছু করতে না পারলেও সুযোগ পাচ্ছেন মারনাস লাবুশেনও। সেই সঙ্গে অভিজ্ঞ স্টিভ স্মিথ, উসমান খাজাদের ওপর ভরসা রেখেছে অজিরা। 

বোলিংয়ে অধিনায়ক কামিন্সের সাথে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড পেস আক্রমণের ভার সামলাবেন। তাদের সঙ্গে স্পিনার হিসেবে থাকছেন নাথান লায়ন।

অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান ম্যাকাসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়