ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

আইসিসির নভেম্বর মাসের সেরার লড়াইয়ে শারমিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৩, ৫ ডিসেম্বর ২০২৪
আইসিসির নভেম্বর মাসের সেরার লড়াইয়ে শারমিন

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেকে প্রমাণ করেছেন এই ওপেনার। তিন ম্যাচে দুই ফিফটি করার ফল পেলেন হাতেনাতে। আইসিসির নভেম্বর মাসের সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন সুপ্তা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় সুপ্তার সঙ্গে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ন্যাডাইন ডি ক্লার্ক।

এই লড়াইয়ে ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন।

আরো পড়ুন:

আইরিশদের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে সুপ্তা করেছেন ২১১ রান, গড় ৭০.৩৩, স্ট্রাইক রেট ৮৭.৯১। ব্যক্তিগত সর্বোচ্চ রান ৯৭। সবচেয়ে বড় কথা সুপ্তা খেলেছেন পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে। যা তাকে সেরার তালিকায় জায়গা দিয়েছে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়