ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

দুই ফিফটিতে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ল আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:১৬, ৫ ডিসেম্বর ২০২৪
দুই ফিফটিতে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ল আয়ারল্যান্ড

ওয়ানডেতে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। টি-টোয়েন্টিতে যেন কড়ায়গণ্ডায় সেটির শোধ তুলে নিচ্ছে আয়ারল্যান্ড। দুই ফিফটিতে ভর করে বাংলাদেশকে ১৭০ রানের বড় চ্যালেঞ্জ ছুড়েছে আইরিশ নারী দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে ব্যাটিং করতে নেমে গ্যাবি লুইসের দল ৫ উইকেটে ১৬৯ রান করে। বাংলাদেশের বিপক্ষে এটি সর্বোচ্চ রান।  

সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত ছিলেন লিয়া পল। মাত্র ৪৫ বলে ১০টি চার ও ২টি ছয়ের মারে বড় রানের ভিত গড়ে দেন। ফিফটির দেখা পান মাত্র ২৮ বলে। ক্যারিয়ারের ৪৭তম ম্যাচ খেলতে নামা  লিয়ার এটি প্রথম ফিফটি। এর আগে সর্বোচ্চ ছিল ৪৭ রান।

আরো পড়ুন:

শেষ দিকে রানআউট হন রেমন্ড। নতুন ব্যাটার হিসেবে সারাহ ফোর্বস নামলেও তাকে কোনো বলের মুখোমুখি হতে হয়নি। 

৬০ রান আসে অধিনায়ক গ্যাবির ব্যাট থেকে। ৪২ বলে ৭টি চার ও ২টি ছয়ের মারে এই রান করেন তিনি। ফিফটির দেখা পান ৩২ বলে। গ্যাবি-লিয়ার শতরানের জুটি বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ৬৪ বলে ১০৭ রান আসে জুটি থেকে। 

এর আগে ওপেনিং জুটি ভাঙে মাত্র ১৬ রানে। হান্টার ১০ রান আউট হলে ভাঙে জুটি। এরপর প্রেন্ডারগাস্টকে নিয়ে এগোতে থাকেন গ্যাবি। এই জুটি থেমে যায় ৩০ রানে। প্রেন্ডারগাস্ট ১১ রান করেন। লারা ডেলানি ফেরেন ২ রান করে। 

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়