টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড: ২০ ওভারে ৩৪৯ রান
৪৩ দিন আগে নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। যা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর, ২০২৪) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে বরোদা ভেঙে দেয় পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সকল রেকর্ড। সিকিমের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বরোদা ৫ উইকেটে করে ৩৪৯ রান। যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।
সর্বোচ্চ রানের পাশাপাশি আরও বেশ কয়েকটি রেকর্ড হয় এই ম্যাচে। যেমন- বারোদার ইনিংসে সর্বোচ্চ ৩৭টি ছক্কা হয়। গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ইনিংসে ছক্কা ছিল ২৭টি।
বারোদার ৩৭টি ছক্কার মধ্যে তিনে ব্যাট করতে নামা ভানু পানিয়া একাই হাঁকান ১৫টি! তিনি মাত্র ৫১ বলে অপরাজিত ১৩৪ রান করেন। স্ট্রাইক রেট ছিল ২৬২.৭৪। উদ্বোধনী ব্যাটসম্যান শ্বাশ্বত রাওয়াত ১৭ বলে করেন ৪৩ রান। আর আভিমানু সিং ১৭ বলে করেন ৫৩ রান। মিডল অর্ডারে শিভারিক শর্মা ১৭ বলে ৫৫ ও বিষ্ণু সোলানকি ১৬ বলে করেন ৫০ রান। তাতে সর্বোচ্চ ৩৪৯ রানের সংগ্রহ পায় বরোদা। যা মুশতাক আলী ট্রফিতে প্রথম তিন শতাধিক রানের ইনিংস।
বরোদা বাউন্ডারি থেকেও সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছে। চার ও ছক্কায় তাদের রান হয় ২৯৪টি।
৩৫০ রানের জয়ের লক্ষ্যে সিকিম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান করতে পারে। তাতে বরোদা জয় পায় ২৬৩ রানের বিশাল ব্যবধানে। যা মুশতাক আলী ট্রফির ইতিহাসে রানের হিসাবে চতুর্থ সর্বোচ্চ জয়।
ঢাকা/আমিনুল