সৌম্য-রিশাদ-আফিফকে বিসিবির তলব, ফাইনালে রংপুরের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধি দল রংপুর রাইডার্স এখন পর্যন্ত দারুণ খেলছে। জায়গা করে নিয়েছে ফাইনালেও। তবে শিরোপার লড়াইয়ের ঠিক আগে ভিন্ন এক জটিলতায় দলটির ফাইনালে অংশগ্রহণ নিয়েই শঙ্কা জেগেছে! রংপুরের স্কোয়াডে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটার সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে ফাইনালের আগেই বাংলাদেশ দলের সাথে যোগ দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শেষ পর্যন্ত যদি তারা এই সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে মাঠে না নেমেই ফাইনাল ম্যাচ ছেড়ে দিতে হবে রংপুরকে। আর সেটা বলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, খেলোয়াড় সংকটের কারণে একটি দলের ফাইনাল ম্যাচে না নামার ঘটনাই যে বিরল। তাছাড়া জিএসএলে রংপুর শুধু নিজেদেরই নয়, পুরো বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে বিশ্বের দরবারে। ফলে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রিকেটপ্রেমীদের জন্যও হবে ভীষণ হতাশাজনক।
গায়ানায় রংপুর ও ভিক্টোরিয়ার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৫টায় হওয়ার কথা রয়েছে। পরদিন, অর্থাৎ বাংলাদেশ সময় আগামী রোববার রাত ৭:৩০ মিনিটে মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে। বিসিবির চাইছে, রংপুর দলে থাকা সৌম্য, রিশাদ ও আফিফ ফাইনাল না খেলেই যেন যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। বাংলাদেশের কোনো দলের প্রথম বৈশ্বিক ক্লাব টুর্নামেন্টের ফাইনালের আগে তাই সংকটের মুখে পড়ে গেছে রংপুর। কারণ, এই তিনজনকে ছেড়ে দিলে একাদশ সাজানোর অবস্থাই যে থাকবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়নদের।
চোটের কারণে ফাইনাল থেকে এর মধ্যে ছিটকে গেছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। এখন আরও তিনজনকেও যদি না পাওয়া যায়, তাহলে টুর্নামেন্টের নিয়ম মেনে একাদশে স্থানীয় খেলোয়াড়ই থাকবে না রংপুর স্কোয়াডে। আর ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে নতুন কাউকে উড়িয়ে নিয়ে যাওয়াও সম্ভব হবে না।
সেই বাস্তবতা বুঝে টুর্নামেন্টের আয়োজক গায়ানা বাংলাদেশের ম্যাচের সাথে সাংঘর্ষিক না হয়, সেজন্য ফাইনালের তারিখ আগেই নির্ধারণ করেছিল ৭ ডিসেম্বর। গায়ানা দলে থাকা ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের জন্য সুযোগ রাখা হয়েছিল দল ফাইনালে গেলে সেখানে খেলে এরপর জাতীয় দলের সাথে যোগ দেওয়ার। তবে বিসিবি এখন পর্যন্ত একই পথে না হাঁটতে চাওয়ায় বিপাকে পড়ে গেছে রংপুর।
দলটির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে যে, ফাইনাল শেষ হওয়া মাত্রই বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন তিন ক্রিকেটার। দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে এই বিষয়ে। ফাইনালের শেষ সময়ের প্রস্তুতির মাঝে রংপুর তাই অপেক্ষায় আছে বিসিবির সবুজ সংকেত পাওয়ার।
ঢাকা/রিয়াদ/আমিনুল