পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস।
প্রথমে নিজেদের কাজটা করে দিয়েছেন বোলাররা। এরপর ব্যাট হাতে ঝলক দেখালেন ব্যাটাররা। আর তাতেই দাপুটে খেলা উপহার দিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে আজিজুলের ফিফটিতে ভর করে ১৬৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের দুই পেসার মারুফ মৃধা ও ইকবাল হোসেন ইমনের বোলিং তোপের মুখে পড়ে পাকিস্তান। ২৬.৫ ওভারে ৭৯ রান তুলতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। এরপর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১১৬ রান তুলতেই গুটিয়ে যায়।
পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ফারহান ইউসুফ ১ চার ও ৩ ছক্কায় করেন সর্বোচ্চ ৩২ রান। ৬৫ বল খেলে ২ চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মুহাম্মদ রিয়াজুল্লাহ। অধিনায়ক সাদ বেগ ৪১ বলে ৪ চারে ১৮ ও হারুন আরশাদ ৩০ বলে করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে বাংলাদেশের ইমন ৭ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মারুফ ৬ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন আল ফাহাদ ও দেবাশীষ দেবা।
রান তাড়ায় নেমে ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বল খেলে কোনো রান না করেই বিদায় নেনে কলিম সিদ্দিকী। এরপর অধিনায়ক আজিজুলের সঙ্গে জুটি বাঁধেন জাওয়াদ আবরার। দুজন মিলে ৮ রান যোগ করতেই বিদায় নেন আবরার। ২৫ বলে ৪ চারের মারে করেন ১৭ রান।
এরপর মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে আগাতে থাকেন আজিজুল। দুজন মিলে দলের রান পঞ্চাশের ঘর পার করে জয়ের দিকে ধাবিত হতে থাকেন। দলীয় ৮৫ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন জেমস। ৩৬ বলে ৪টি চারে ২৬ রান করেন এই ব্যাটার।
এরপর আর কোনো বিপদ হতে দেননি রিজান হোসেনকে নিয়ে সাবলীল খেলতে থাকা আজিজুল। তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন এই বাঁহাতি। তাকে সঙ্গ দেওয়া রিজান ১৭ বল খেলে ৫ রানে অপরাজিত থাকেন।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারতীয়রা। তাতে আরেকবার ভারত-বাংলাদেশ মহারণ দেখতে যাচ্ছেন দুই দেশের দর্শকরা। ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় ১১টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
ঢাকা/বিজয়