ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

বর্ডার-গাভাস্কার ট্রফি

স্টার্কের তোপে অ্যাডিলেডে প্রথম দিন অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:০৭, ৬ ডিসেম্বর ২০২৪
স্টার্কের তোপে অ্যাডিলেডে প্রথম দিন অস্ট্রেলিয়ার

ভারতকে একাই গুঁড়িয়ে দিয়েছেন স্টার্ক।

পার্থে করুণভাবে পরাজয়ের পর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়া ছিল দুষ্কর। কিন্তু পেছনের গল্প যে অতীত, সেটা ম্যাচের প্রথম বলেই বুঝিয়ে দিলেন মিচেল স্টার্ক। ফুলার লেংথের বলে যশস্বী জয়সওয়ালকে শূন্য রানে বিদায় করে দিনের শুরু করলেন অজি পেসার। এরপর তোপ দাগালেন বাকি সময়েও। তাতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (৬ ডিসেম্বর) অ্যাডিলেডে দিবা-রাত্রীর টেস্টে স্টার্কের তোপে প্রথম ইনিংস ১৮০ রানে গুটিয়ে গেছে ভারত। এরপর পরে ব্যাটিংয়ে নেমে ন্যাথান ম্যাকসুয়েনি ও মার্নাস লাবুশেনের দৃঢ়তায় ১ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ৯৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে তারা।

ম্যাচের শুরুতেই জয়সওয়ালকে বিদায় করে ঝড়ের ইঙ্গিত দিলেন স্টার্ক। সেই ঝড় অব্যাহত থাকলো ম্যাচজুড়ে। একে একে আরও চার উইকেট পুরলেন ঝুলিতে। ভারতের ইনিংসের অর্ধেকই ধসিয়ে দিয়েছেন অজি পেসার। ভারতের বিপক্ষে এটি তার প্রথম পাঁচ উইকেট, সব মিলিয়ে ১৫তম।

আরো পড়ুন:

প্রথম বলে উইকেট হারানোর পর ভারতকে পথ দেখানোর চেষ্টা করেন লোকেশ রাহুল ও শুভঁমান গিল। কিন্তু টিকতে পারেননি। রাহুলকেও ফিরিয়ে ৬৯ রানের জুটি ভাঙেন স্টার্ক। ৩৭ রান করেছেন রাহুল। এরপর বিরাট কোহলিকেও তুলে নেন স্টার্ক। ৭৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। 

গিল ও রোহিত শর্মাকে ফেরান বোল্যান্ড। তাতে ভারতের স্কোড় দাঁড়ায় ৫ উইকেটে ৮৭ রান। ঋষভ পন্ত পাল্টা আক্রমণে যাওয়ার আগেই ২১ রানে থামতে হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ বলে ৪২ রান করা নিতীশ কুমারকেও ফেরান স্টার্ক। এরপর রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানাকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূরণ করেন।

ভারতের ইনিংসের জবাব দিতে নেমে দ্রুত ফিরে যান উসমান খাজা। ৩৫ বলে ১৩ রান করেন তিনি। এরপর আর কোনো উইকেট হারায়নি তারা। ১ উইকেটে ৮৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে অজিরা। ম্যাকসুয়েনি ৩৮ ও লাবুশেন ২০ রান নিয়ে উইকেটে আছেন। 

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১৮০ (জয়সওয়াল ০, রাহুল ৩৭, গিল ৩১, কোহলি ৭, পান্ত ২১, রোহিত ৩, নিতিশ ৪২, অশ্বিন ২২, হার্শিত ০, বুমরাহ ০, সিরাজ ৪*; স্টার্ক ১৪.১-২-৪৮-৬, কামিন্স ১২-৪-৪১-২, বোল্যান্ড ১৩-০-৫৪-২, লায়ন ১-০-৬-০, মার্শ ৪-০-২৬-০)

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়