ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

‘দেশের জন্য জিতেছি, খুব ভালো লাগছে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২১, ৬ ডিসেম্বর ২০২৪
‘দেশের জন্য জিতেছি, খুব ভালো লাগছে’

যুব এশিয়া কাপে ব্যাট হাতে উড়ছেন আজিজুল হাকিম।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরু থেকেই ব্যাট হাতে রান করে চলছেন আজিজুল হাকিম। তার ব্যাট গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালের মঞ্চেও আলো ছড়িয়েছে। অপরাজিত ফিফটিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের মঞ্চে পা রেখেছে বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, দেশের জন্য জিততে পারাটাই তার কাছে তৃপ্তির।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে আজিজুলের ফিফটিতে ভর করে ১৬৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দলের এই জয়ে সিকিভাগ কৃতিত্ব পেসারদের। তারাই পাকিস্তানকে অল্প রানে আটকে দিয়ে জয়ের ভীত গড়ে দিয়েছেন। সেটা মনে করিয়ে দিয়ে আজিজুল বলেছেন, “আজকে আমরা ম্যাচটা জিতেছি, ভালো লাগছে। সকালে টস জিতেছি, সবকিছুই পক্ষে ছিল আমাদের। বোলাররা সবাই ভালো করেছে। ইমন, মারুফ, ফাহাদ ও রিজান, ওরা অনেক ভালো বোলিং করেছে।”

আরো পড়ুন:

রান তাড়ায় তিনে নেমে ৪২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন আজিজুল। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন সেঞ্চুরি। নেপালের বিপক্ষেও হাঁকান অপরাজিত ফিফটি। এবার আরেকটি ফিফটিতে অবশ্য নিজের চেয়ে দলের জয়টাকেই বড় করে দেখছেন তিনি।

আজিজুল আরো বলেন, “আজকে যে ইনিংসটি খেলেছি, ভালো লাগছে। দলের জন্য খেলেছি, দেশের জন্য জিতেছি, খুব ভালো লাগছে। ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের সর্বশক্তি দিয়েই লড়ব। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, সমর্থন করবেন।”

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারতীয়রা। তাতে আরেকবার ভারত-বাংলাদেশ মহারণ দেখতে যাচ্ছেন দুই দেশের দর্শকরা। ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় ১১টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়