দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ডুমিনি
দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জেপি ডুমিনি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেপি ডুমিনি। ২০২৩ সালের মার্চে ডুমিনিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
ডুমিনি এর আগে এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালস এবং ঘরোয়া দল বোল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও তিনি আর কোচিং পেশায় থাকবেন কিনা তা নিশ্চিত নয়।
ওয়ানডে বিশ্বকাপের সবশেষ আসরে দলের সঙ্গে ছিলেন ডুমিনি। তবে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছেড়ে যান সাবেক এই ক্রিকেটার। আর এবার সরাসরি পদ থেকেই সরে দাঁড়ালেন।
ডুমিনির বদলি হিসেবে এখনো কাউকে বেছে নেয়নি দক্ষিণ আফ্রিকা। তবে শীঘ্রই তারা কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করবে। তবে সেটা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে হচ্ছে না। ফলে ব্যাটিং কোচ ছাড়াই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন এইডেন মার্করামরা।
যদি নির্ধারিত সময়ের মধ্যে ডুমিনির বদলি কাউকে খুঁজে না পাওয়া যায়, তবে দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাতে পারেন ডলফিন্সের সাবেক কোচ ইমরান খান।
ঢাকা/বিজয়