মেজর লিগ সকারের আরেকটি পুরস্কার জিতলেন মেসি
মেজর লিগ সকারে (এমএলএস) নাম লেখানোর পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রতি ম্যাচেই নিজেকে চেনাচ্ছেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। এবার পারফর্ম্যান্সের ফল পেলেন হাতেনাতে। এমএলএসে চলতি মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর খেতাব জিতেছেন মেসি।
এমএলএসে চলতি মৌসুমটা ভালোই কেটেছে মায়ামির। জিতেছে কমিউনিটি শিল্ড। প্লে-অফে প্রথম রাউন্ডে বাদ পড়ার আগে দলের সাফল্যের পেছনে মেসির অবদান সিকিভাগ। ইনজুরির কারণে পুরো মৌসুম খেলতে না পারলেও সুযোগ পাওয়া সময়টুকুতে দেখিয়েছেন ঝলক।
৩৭ বছর বয়সী তারকা লিগে ১৯ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১৬টি গোলে। সব মিলিয়ে ৩৬ গোলে অবদান তার। মৌসুম জুড়ে এমন পারফর্ম্যান্সের পর সেরার পুরস্কারেও তাকেই বেছে নিয়েছেন সকলে।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার দেওয়া হয় খেলোয়াড়, ক্লাবের টেকনিক্যাল সদস্য এবং সাংবাদিকদের ভোটের ভিত্তিতে। যেখানে মেসি পেয়েছেন ৩৪.৪৩ শতাংশ ভোট। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী কলম্বাস ক্রুর কুচো হার্নান্দেজ পেয়েছেন ৩৩.৭ শতাংশ ভোট।
এই পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে ‘ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি’ নামে পরিচিত। এ নিয়ে মাত্র ৪ জন খেলোয়াড় এই পুরস্কারটি জিতলেন। সবার আগে জিতেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মিডফিল্ডার ডোনাভান। তার নামেই তাই নামকরণ করা হয়েছে। এরপর জিতেছেন আয়ারল্যান্ডের রবি কিন এবং স্পেনের ডেভিড ভিয়া।
ঢাকা/বিজয়