ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল রংপুর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩২, ৭ ডিসেম্বর ২০২৪
গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো দল বৈশ্বিক আসরে খেলবে, সেটা আগে কল্পনাও করা যেত না। তবে সব হিসেবনিকেশ পাল্টে দিয়েছে রংপুর রাইডার্স। তারা গ্লোবাল সুপার লিগে শুধু অংশগ্রহণই করেনি, বাগিয়ে নিয়েছে শিরোপাও। সেই সঙ্গে আর্থিক লাভবানও হয়েছে। 

আসরের প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে যেতে নিয়েছিল রংপুর। তবে পরের সবগুলো ম্যাচ জিতে নেট রানরেটে এগিয়ে থেকে পৌঁছে যায় ফাইনালের মঞ্চে। ফাইনালে ক্রিকেট ভিক্টোরিয়াকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে ৫ লাখ ডলার (প্রায় ৬ কোটি টাকা) প্রাইজমানি জিতেছে নুরুল হাসান সোহানের দল।

হিসেব অনুযায়ী, চ্যাম্পিয়ন হয়ে রংপুর পেয়েছে প্রায় ৬ কোটি। সেই সঙ্গে গ্রুপ পর্বে দুই ম্যাচে জয়ের জন্য আরো জুটেছে ২৫ হাজার করে ৫০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা)। অর্থাৎ, সবমিলিয়ে সাড়ে ৬ কোটি টাকার বেশি অর্থ পকেটে পুরেছে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা।

আরো পড়ুন:

শনিবার (৭ ডিসেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে রংপুর। ৫৪ বলে ৭টি চার ৫ ছক্কায় সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য সরকার। স্টিভেন টেলর ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করেন।

রংপুরের করা ১৭৮ রানের জবাব দিতে নেমে ভিক্টোরিয়া ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ২২ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়