বাংলাদেশের সামনে ১৩৫ রানের লক্ষ্য ছুড়ল আয়ারল্যান্ড
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হেরে চাপে আছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের মেয়েদের সামনে ১৩৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আয়ারল্যান্ড। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ তুলতে সক্ষম হয় আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন লাউরা ডেলানি।
শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ম্যাচের শুরু থেকেই সাবলীল খেলতে থাকেন দুই আইরিশ ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস। তবে তাদেরকে বেশিদূর যেতে দেননি নাহিদা আক্তার। লুইসকে ১৪ রানে ফিরিয়ে ভাঙেন ৩৪ রানের জুটি।
দলীয় ৪৮ রানের মাথায় অ্যামিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন জান্নাতুল সুমনা। ২৩ বলে ২৩ রান করেন অ্যামি। এরপর ওরলা প্রেন্ডারগাস্টের সঙ্গে মিলে দলকে এগিয়ে নেন লিয়া পল। দুজন বিচ্ছিন্ন হন দলীয় ৭৫ রানের মাথায়। প্রেন্ডারগাস্টকে ফিরিয়ে নাহিদা ভাঙেন জুটি।
এরপর আরেকটি দারুণ জুটি গড়েন লিয়া পল ও ডেলানি। দুজন মিলে দলকে একশ রানের ঘর পার করেন। দলের রান একশ পার হওয়ার খানিকবাদেই লিয়াকে ১৬ রানের মাথায় সাজঘরে ফেরত পাঠান জাহানারা আলম। দারুণ ক্যাচ নেন তাজ নেহার।
ডেলানি একপ্রান্ত আগলে দলের রানের চাকা সচল রাখেন। তিনি আউট হন দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়ে। শেষ উইকেট হিসেবে ডেলানিকে আউট করেন ফাহিমা খাতুন। আউটের আগে ২৫ বলে ৪ চারের মারে ৩৫ রান করেন ডেলানি। তাতে লড়াকু সংগ্রহ পায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদা। একটি করে উইকেট নেন জাহানারা, সুমনা ও ফাহিমা।
ঢাকা/বিজয়