টেস্টে অর্ধ-কোটি রানের মাইলফলক স্পর্শ ইংল্যান্ডের

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে কোনো দল যা পারেনি, সেটাই করে দেখাল ইংল্যান্ড। টেস্টের ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ লাখ রানের মাইলফলক স্পর্শ করল ‘ক্রিকেটের জনক’রা। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে এই কীর্তি গড়েছে তারা। কিউই পেসার ও’রুর্কের বলে দুই রান নিয়ে দলকে এই বিরল রেকর্ড স্পর্শ করান হ্যারি ব্রুক।
বর্তমানে টেস্টে ইংল্যান্ডের রান ৫ লাখ ১২৬। এই মাইলফলক স্পর্শ করতে ইংল্যান্ডের লেগেছে ১ হাজার ৮২ ম্যাচ। ৭১৭ জন খেলোয়াড় মিলে এই রান করতে সহায়তা করেছেন। তাতে লেগেছে মোট ১৮ হাজার ৯০০ ইনিংস।
এমন রেকর্ডের দিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। তারা প্রথম ইনিংসে ২৮০ রান তুলে নিউ জিল্যান্ডকে প্রথম ইনিংসে গুটিয়ে দেয় ১২৫ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে বেন স্টোকসের দল।
দ্বিতীয় দিন শেষে জো রুট অপরাজিত আছেন ৭৩ রানে। এই রান করার পথে একটি মাইলফলক স্পর্শ করেছেন রুট। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের শততম টেস্ট ফিফটি। এই তালিকায় রুট চতুর্থ ক্রিকেটার। তার উপরে আছেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও শচীন টেন্ডুলকার।
রেকর্ডের মালা গাথার দিনে ৫৩৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে ইংল্যান্ড। এখন হাতে আছে ৫ উইকেট। তাতে লক্ষ্য কোথায় গিয়ে থামে সেটাই দেখার।
ঢাকা/বিজয়