বর্ডার-গাভাস্কার ট্রফি
হেডের সেঞ্চুরির পর স্টার্ক-বোল্যান্ড তোপে বিপাকে ভারত
অ্যাডিলেড ট্রাভিস হেডের জন্মস্থান। এখানেই তার ক্রিকেটের পথচলা শুরু। সেই অ্যাডিলেডেই মনে রাখার মতো একটি দিন উপহার দিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। সেঞ্চুরিতে রাঙালেন দিন। হেডের সেঞ্চুরির পর বল হাতে আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডরা। তাতে দ্বিতীয় দিন শেষে বিপাকে ভারত।
শনিবার (৭ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৩৩৭ রানে। এর আগে ভারতকে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে দেওয়া দলটি এগিয়ে থাকে ১৫৭ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই রোহিত শর্মার দল। তারা দিন শেষ করেছে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে। এখনো পিছিয়ে ২৯ রানে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন কামিন্স ও বোল্যান্ড। প্রথম ইনিংসে ৬ শিকার ধরা স্টার্ক নিয়েছেন ১ উইকেট।
অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেওয়ার পেছনে ভূমিকা রাখেন হেড। তার ১৪১ বলে করা ১৪০ রানের ইনিংসে ভর করে তিনশ ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়া। ৪ ছক্কা ও ১৭ চারের মার ছিল ইনিংসে। টেস্টে এটি তার অষ্টম সেঞ্চুরি। হেডের পাশাপাশি ৯ চারে ৬৪ রান করেন মার্নাস লাবুশেনও।
অস্ট্রেলিয়ার ইনিংসের জবাব দিতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারায় ভারত। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ১০ বলে ৭ রান করে ফিরে যান রাহুল। এরপর যশস্বী জয়সওয়ালকে ২৪ রানের মাথায় ফেরান বোল্যান্ড।
কোহলিও টিকতে পারেননি। স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছিলেন কোহলি। করেছেন ১১ রান। এরপর ঋষভ পন্ত ভালো শুরুর ইঙ্গিত দেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি শুভমান গিল। স্টার্ক এসে তার স্টাম্প উড়িয়ে দেন। এরপর অধিনায়ক রোহিতকে বোল্ড করে ভারতের পঞ্চম উইকেট তুলে নেন কামিন্স।
১০৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে থাকা ভারতকে টানছেন পন্ত ও নিতীশ কুমার রেড্ডি। পাল্টা আক্রমণে ৫ চারে ২৫ বলে ২৮ রানে অপরাজিত আছেন পন্ত। নিতীশ খেলছেন ৩ চারে ১৪ বলে ১৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১ম ইনিংস ১৮০ ও ২য় ইনিংস ২৪ ওভারে ১২৮/৫ (জয়সওয়াল ২৫, রাহুল ৭, গিল ২৮, কোহলি ১১, পান্ত ২৮*, রোহিত ৬, নিতিশ ১৫*; স্টার্ক ৯-০-৪৯-১, কামিন্স ৮-০-৩৩-২, বোল্যান্ড ৭-০-৩৯-২)
অস্ট্রেলিয়া: ৮৭.৩ ওভারে ৩৩৭ (আগের দিন ৮৬/১) (ম্যাকসুয়েনি ৩৯, লাবুশেন ৬৪, স্মিথ ২, হেড ১৪০, মার্শ ৯, কেয়ারি ১৫, কামিন্স ১২, স্টার্ক ১৮, লায়ন ৪*, বোল্যান্ড ০; বুমরাহ ২৩-৫-৬১-৪, সিরাজ ২৪.৩-৫-৯৮-৪, হার্শিত ১৬-২-৮৬-০, নিতিশ ৬-২-২৫-১, অশ্বিন ১৮-৪-৫৩-১)
ঢাকা/বিজয়