শিরোপার ফয়সালায় বাংলাদেশ-ভারত
যুব এশিয়া কাপ ফাইনালে শিরোপার ফয়সালায় আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। শিরোপা ধরে রাখার লক্ষ্য দিয়ে এবার যুব এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য থেকে এক পা দূরে বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে আজকের বাধা ভারত। যারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। লড়াইটা যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা বলতে দ্বিধা নেই। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১১টায় শুরু হবে।
ভারতের জন্য এই ম্যাচটি শিরোপা পুনরুদ্ধারের, প্রতিশোধ নেওয়ার। সবশেষ আসরে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছিল। এরপর জিতেছিল শিরোপা। এবার দুই দল শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি। মাঠের পারফরম্যান্সের সঙ্গে দুই দলের ক্রিকেটারদেরই দিতে হবে স্নায়ুর পরীক্ষা। কেননা সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের যেকোনো লড়াইয়েই সেটা ক্রিকেট হোক বা ফুটবল, মাঠে থাকে টান টান উত্তেজনা। ছড়িয়ে পরে রোমাঞ্চ। আজকের ফাইনালেও তেমন কিছুই অপেক্ষা করছে। সেজন্য যারা স্নায়ু স্থির রাখতে পারবে, বিজয়ের মালা তারাই পাবে।
গ্রুপ পর্বে দুই দলই একটি করে ম্যাচ হেরেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরেছিল ভারত। বাংলাদেশ হেরেছিল শ্রীলঙ্কার কাছে। ওই হার অবশ্য দুই দলের ফাইনালে উঠার লড়াইয়ে তেমন প্রভাব রাখেনি। ঘুরে দাঁড়িয়ে দাপট দেখিয়ে দুই দলই শিরোপা পাওয়ার থেকে এক পা দূরে। ফাইনালে শুধু ধারাবাহিকতা ধরে রাখার অপেক্ষা।
এই টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক আজিজুল দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৪ ম্যাচে ২২৪ রান নিয়ে মুগ্ধ করেছেন। ফাইনালের আগে দলের মধ্যে লড়াইয়ের বার্তা ছড়িয়ে দিয়েছেন আজিজুল, ‘ইনশাল্লাহ ফাইনালে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করব।’
বোলিংয়ে বাংলাদেশের সেরা পারফর্মার দুই পেসার আল ফাহাদ ও ইমন। ৪ ইনিংসে দু’জনই ১০টি করে উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন বাংলাদেশের এ দুই ক্রিকেটার।
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ। অন্যদিকে ভারত এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছে আটবার। এবার কার মুখে হাসি ফোটে সেটা দেখার।
ঢাকা/ইয়াসিন