বর্ডার-গাভাস্কার ট্রফি
পেসারদের দাপটে বড় জয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া
পার্থে করুণ পরাজয়ের পর অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়া ছিল দুষ্কর। কিন্তু অ্যাডিলেডেই চেনা রূপে ফিরল অজিরা। গতির তোড়ে ভারতকে ভাসিয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয় তুলে নিলো প্যাট কামিন্সের দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।
আড়াই দিনেই ফয়সালা হয়ে গেল অ্যাডিলেড টেস্টের। তৃতীয় দিনে সকালে ব্যাট করতে নেমে কামিন্সের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। আগের দিনের দুটির সঙ্গে এদিন আরো তিন উইকেট যোগ করেন অজি দলপতি। সব মিলিয়ে ৫৭ রানের বিনিময়ে নিলেন ৫ উইকেট।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ভারত। তৃতীয় দিনে সকালেই আঘাত হানেন মিচেল স্টার্ক। বিদায় করে দেন বিপজ্জনক ঋষভ পন্তকে। তখনই নিশ্চিত হয়ে যায়, ম্যাচ খুব একটা লম্বা হচ্ছে না আর।
এরপর দুটি শর্ট বলে রবিচন্দ্রন অশ্বিন ও হার্শিত রানাকে ফেরান কামিন্স। এর আগে দুইবার জীবন পাওয়া নিতীশ কুমার রেড্ডি এবার আর টিকতে পারলেন না। তাকেও শর্ট বলের মুলা ঝুলিয়ে বিদায় করেন কামন্স। তাতেই টেস্টে ত্রয়োদশবারের মতো পাঁচ উইকেট পূরণ হয় কামিন্সের।
এরপর সিরাজকে ফিরিয়ে ভারতীয় ইনিংস শেষ করেন বোল্যান্ড। তাতে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৫। অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। রান তাড়ায় ১৯ রানের ছোট্ট লক্ষ্যে দ্রুতই পৌঁছে যান উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি।
ম্যাচে অস্ট্রেলিয়ার তিন পেসার মিলেই নিয়েছেন ২০ উইকেট। কামিন্স ৭টি, মিচেল স্টার্ক ৮টি ও স্কট বোল্যান্ড উইকেট নিয়েছেন ৫টি। বোলারদের এমন পারফরম্যান্সের ম্যাচেও ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা ট্রাভিস হেড।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১ম ইনিংস ১৮০ ও ২য় ইনিংস ৩৬.৫ ওভারে ১৭৫
অস্ট্রেলিয়া: ১ম ইনিংস ৩৩৭ ও ২য় ইনিংস ১৯/০
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ট্রাভিস হেড।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজের দুটি শেষে ১-১ সমতা।
ঢাকা/বিজয়