ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

৪ ইনিংসে ৩ ফিফটি, মাহমুদউল্লাহ এবার ছুঁলেন ‘২০০’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৬, ৯ ডিসেম্বর ২০২৪  
৪ ইনিংসে ৩ ফিফটি, মাহমুদউল্লাহ এবার ছুঁলেন ‘২০০’

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়াম মাহমুদউল্লাহর প্রিয় তালিকায় রাখতেই হবে। বিশ্বাস না হলে তার ব্যাটিং গড়টাই দেখুন। ৪ ইনিংসে ৩টিতে নট আউট। রান ১৯৫। গড়টাও তাই।

২০০৯ সালে প্রথমবার মাঠে নেমে করেছিলেন ৭০ বলে অপরাজিত ৫১। ২০১৪ সালে ৩৮ বলে করেন ২৭ রান। ২০১৮ সালে তৃতীয় ইনিংসে অপরাজিত ৬৭ রান করেন ৪৯ বলে। ২০২৪ সালে ফিরে এসে করলেন ৫০ রান। বল খেলেছেন ৪৪টি। তার ব্যাটিং ক্যারিয়ারের সবচেয়ে ভালো গড়ও এই মাঠেই।

পয়মন্ত মাঠটাকে মাহমুদউল্লাহ আরেকটু রঙিন করে রাখলেন প্রথম ওয়ানডেতে। ৫০ রানের ইনিংস খেলার পথে মাহমুদউল্লাহ ৩ ছক্কা হাঁকিয়েছেন। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে শেফার্ডকে মিড উইকেট দিয়ে ফ্ল্যাট যে ছক্কাটি মেরেছেন সেটা দিয়ে ফিফটি ছোঁয়ার সঙ্গে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন।

আরো পড়ুন:

১৯৭ ছক্কা নিয়ে মাহমুদউল্লাহ এমনিতেই শীর্ষে ছিলেন। এবার নিজেকে নিয়ে গেলেন আরেকটু ওপরে। ৪২৭ আন্তর্জাতিক ম্যাচে মাহমুদউল্লাহ রান করেছেন ১০ হাজার ৮৯৭। যেখানে তার ব্যাটিং গড় ৩১.৫৮। ৯ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ৫৪ ফিফটি। ২০০ ছক্কার সঙ্গে তার ব্যাট থেকে এসেছে ৯৩৮ চার।

মাহমুদউল্লাহর পর আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। তার ছক্কা ১৮৮টি। এরপর মুশফিকুর রহিম (১৭৩) ও সাকিব আল হাসান (১৩৫)। ছক্কার সেঞ্চুরি পেরিয়েছেন আরো তিনজন। লিটন দাস (১১৯), সৌম্য সরকার (১০৯) ও মাশরাফি বিন মুর্তজা (১০৭)।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়