আর্সেনালের হোঁচটের সুযোগে দুইয়ে উঠে এলো চেলসি
চলতি মৌসুমে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। কাউকেই শিরোপার দাবিদার হিসেবে ধরা যাচ্ছে না। লড়াই এবার আরো জমিয়ে দিলো আর্সেনাল ও চেলসি। ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট খুইয়েছে আর্সেনাল। এই সুযোগে টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে উঠে এসেছে চেলসি।
রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্সেনাল। ফুলহ্যামকে এগিয়ে নেন রাউল হিমেনেস। এরপর আর্সেনালের মান রক্ষার গোলটি করেন উইলিয়াম সালিবা।
অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে নাটকীয় লড়াই দেখাল টটেনহ্যাম ও চেলসি। তাতে ৪-৩ গোলে জয় তুলে নেয় এন্টসো মারেস্কার চেলসি। ম্যাচের শুরুতেই দুই গোলে চেলসিকে চোখ রাঙান ডোমিনিক সোলাঙ্কি ও দেইয়ান কুলুসেভস্কি। এরপর জেডন স্যানচো ও পালমার সমতায় ফেরান দলকে।
এরপর পালমারের ক্রসে চেলসিকে এগিয়ে নেন এনজো ফার্নান্দেজ। এরপর আরেকটি পেনাল্টি থেকে দলকে আরও এগিয়ে নেন পালমার। যোগ করা সময়ে এক গোল শোধ করেন টটেনহ্যামের সন হিউং-মিন। তবে আর জেতা হয়নি তাদের।
এই জয়ে ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল। চেলসির সমান ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।
২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে টটেনহ্যাম। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ফুলহ্যাম।
ঢাকা/বিজয়