ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাত্র ৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৯ ডিসেম্বর ২০২৪  
মাত্র ৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টোয়েন্টি

চায়ের দেশ খ্যাত সিলেটে নাম মাত্র মূল্যে মাঠে বসে দেখা যাবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগ তথা এনসিএল টি-টোয়েন্টি। সর্বনিম্ন ৫০ টাকা ও সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

১১ ডিসেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। ৮ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটির পর্দা নামবে ২৪ ডিসেম্বর, ফাইনালের মধ্য দিয়ে। 

আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে টিকিটের মূল্য তালিকা জানায় বিসিবি। সর্বোচ্চ ৩০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ড, ১০০ টাকায় ক্লাব হাউজ আর মাত্র ৫০ টাকায় দেখা যাবে গ্যালারিতে বসে। 

আরো পড়ুন:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে ম্যাচের টিকিট মিলবে ১০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। খেলার দিনও একই সময়ে সংগ্রহ করা যাবে টিকিট।   

এনসিএল টি-টোয়েন্টির সব ম্যাচ হবে সিলেটে। সব মিলিয়ে ৩২টি ম্যাচ হবে সিলেটে। প্রতিযোগিতার ১৮টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাকি ১৪টি ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব পেজ ও অ্যাপে।

টুর্নামেন্টের প্রাইজমানিও স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। এছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচ ২০ হাজার টাকা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন ২ লাখ টাকা।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়