ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৯, ৯ ডিসেম্বর ২০২৪
এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গৌরবময় এই অর্জনের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিবৃতিতে বলা হয়, “অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছেন।”

আরো পড়ুন:

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে  ব্যাট  করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রান করে আজিজুল হক তামিমের দল। তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ভারত। ৫৯ রানের দাপুটে জয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশের যুবারা।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়