ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

লঙ্কা টি-টেন: সাকিব, সৌম্যর পর রনি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৩, ৯ ডিসেম্বর ২০২৪
লঙ্কা টি-টেন: সাকিব, সৌম্যর পর রনি

শ্রীলঙ্কায় লঙ্কা টি-টেন সুপার লিগের প্রথম আসর ১১ ডিসেম্বর মাঠে গড়াবে। ছয় দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান  ও সৌম্য সরকার আগেই এই প্রতিযোগিতায় দল পেয়েছিলেন। এবার তাদের সঙ্গী হলেন রনি তালুকদার।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ডানহাতি ওপেনার এখন পর্যন্ত দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেননি। ৩৪ বছর বয়সী ক্রিকেটারের আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। কলম্বো জাগুয়ার্সের হয়ে খেলার ডাক পেয়েছেন তিনি। এই দলে রনির সতীর্থ হিসেবে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাথিশা পাথিরানা, জেসন রয়, কামিন্দু মেন্ডিস, দিলশান মাদুশঙ্কা। 

রনি ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘‘লঙ্কা টি-টেন সুপার লিগে কলম্বো জাগুয়ার্সকে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছি। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। ভালো একটা মৌসুমের জন্য মুখিয়ে আছি। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’’ 

ড্রাফটের আগে সাকিবকে দলে নিয়েছে গল মারভেলস। সৌম্য খেলবে হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে। টুর্নামেন্টের শুরু থেকে রনি ও সাকিবকে পাওয়া যাবে। সৌম্য জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলায় ব্যস্ত থাকায় শুরুর দিকে কয়েকটি ম্যাচ মিস করবেন। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ ডিসেম্বর।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়