টি-টেন লিগে ফিক্সিংয়ের দায়ে ভারতীয় কোচ ৬ বছর নিষিদ্ধ
আবুধাবি টি-টেন লিগে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে একটি ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ সানী ডিলনকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে দুর্নীতি দমন ট্রাইব্যুনাল। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন কোড অনুযায়ী তিনি দোষী সাব্যস্ত হন।
তার বিরুদ্ধে তদন্ত করার পর দুর্নীতি দমনের একাধিক অনুচ্ছেদ ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। তার মধ্যে রয়েছে অনুচ্ছেন ২.১.১— যেখানে বলা হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করা, ম্যাচে অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তার করা।
অনুচ্ছেদ ২.৪.৪— যেখানে বলা হয়েছে তদন্তে সবকিছু স্বীকার না করা, কোনো কিছু লুকানোর চেষ্টা করা।
অনুচ্ছেদ ২.৪.৬— যেখানে বলা হয়েছে তদন্তে সহযোগিতা না করা, সহযোগিতা করতে ব্যর্থ হওয়া, সহযোগিতা করতে অস্বীকৃতি জানানো।
২০২১ সালের আবুধাবি টি-টেন লিগে ম্যাচ পাতানোর চেষ্টা করেন সানী। সেটার তদন্তে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
জানা গেছে, সানী পাল ডিলন নামের দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি সে সময় পুনে ডেভিলসের সহকারী বোলিং কোচ ছিলেন। ভারতের নয়ডায় তার একটি ক্রিকেট একাডেমিও রয়েছে। এছাড়াও তিনি ডেকান গ্ল্যাডিয়েটর্সেরও সহকারী বোলিং কোচ ছিলেন ২০২০ সালে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শেন ওয়াটসন, ড্যারেন ব্রাভো, ক্রিস লিন, শেলডন কটরেল, আহমেদ শেহজাদসহ অনেক আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলে শেয়ার করতে দেখা গেছে। যারা সেই সময়ে টি-টেন লিগে খেলেছেন।
ঢাকা/আমিনুল