তামিম চট্টগ্রামে-শান্ত রাজশাহীতে, এনসিএল টি-টোয়েন্টিতে বাকিরা কে কোন দলে?
গত ৬ মে’র পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে ফেরার কথা থাকলেও জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। এরপর নিয়মিত অনুশীলন, ফিটনেস টেস্ট দিয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন। খেলবেন নিজের বিভাগীয় দল চট্টগ্রামের হয়ে। কুচকির চোটে পুনর্বাসনে থাকা নাজমুল হোসেন শান্তও এই প্রতিযোগিতা দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।
জাতীয় লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতার পর্দা উঠবে আগামীকাল বুধবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে মাঠে নামবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আট দল। সাত বিভাগীয় দলের সঙ্গে ঢাকা মেট্রো এই টি-টোয়েন্টি আসরে অংশ নিচ্ছে।
প্রতিদিন খেলা হবে চারটি। মূল মাঠে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। আউটার মাঠে সকাল ৯টা ও দুপুর ১টায় শুরু হবে দিনের দুই ম্যাচ। প্লে-অফ পর্বের চার ম্যাচই হবে মূল মাঠে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ শুরু বেলা ১২টা ৩০ মিনিটে।
তামিমকে দলে পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী, ‘‘তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার থাকা দলের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক। উনিও নিশ্চয়ই চাইবেন ওনার কাজটা করতে, সেরাটা দিতে, প্রস্তুতিটা ঠিকমতো করতে। দলের তরুণ ক্রিকেটারদের তাঁর উপস্থিতি উজ্জীবিত করবে।’’
:: এক নজরে এনসিএল টি-টোয়েন্টির আট দলের স্কোয়াড ::
সিলেট বিভাগ:
জাকির হাসান (অধিনায়ক), তৌফিক খান, জিসান আলম, অমিত হাসান, আসাদুল্লাহ আল গালিব, ওয়াসিফ আকবর, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, নাবিল সামাদ, নাঈম আহমেদ, নাঈম হোসেন সাকিব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, রেজাউর রহমান রাজা ও ইবাদত হোসেন।
ঢাকা মেট্রো:
মোহাম্মদ নাঈম শেখ (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইমরানউজ্জামান, আনিসুল ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, আল আমিন, গাজী তাহজিবুল ইসলাম, রকিবুল হাসান, আরাফাত সানি, আলিস আল ইসলাম, আবু হায়দার, শহিদুল ইসলাম ও মারুফ মৃধা।
রংপুর বিভাগ:
আকবর আলি (অধিনায়ক), চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, মিম মোসাদ্দেক, খালিদ হাসান, নাঈম ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তানবীর হায়দার, আরিফুল হক, রবিউল হক, আলাউদ্দিন বাবু, আবু হাশিম, আরিফ আহমেদ, এনামুল হক, মুকিদুল ইসলাম ও আব্দুল গাফফার সাকলাইন।
রাজশাহী বিভাগ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাব্বির হোসেন, হাবিবুর রহমান, সাব্বির রহমান, এসএম মেহেরব হাসান, প্রিতম কুমার, শাকির হোসেন, ফরহাদ রেজা, গোলাম কিবরিয়া, তাইজুল ইসলাম, নিহাদউজ্জামান, ওয়াসি সিদ্দিকি, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান ও মোহর শেখ।
খুলনা বিভাগ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), এনামুল হক, ইমরুল কায়েস, অমিত মজুমদার, মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ রহমান, আজিজুল হাকিম, টিপু সুলতান, জায়েদ উল্লাহ, মৃত্যুঞ্জয় চৌধুরী, আল আমিন হোসেন, মাসুম খান ও মেহেদি হাসান।
ঢাকা বিভাগ:
সাইফ হাসান (অধিনায়ক), রনি তালুকদার, আশিকুর রহমান, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আরিফুল ইসলাম, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, আসিফ হাসান, মেহেদি হাসান, এনামুল হক, রিপন মন্ডল, সুমন খান ও সালাউদ্দিন শাকিল।
চট্টগ্রাম বিভাগ:
ইয়াসির আলি (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন শিকদার, সাজ্জাদুল হক, নাঈম হাসান, হাসান মুরাদ, শামিম মিয়া, আশিকুর রহমান, আহমেদ শরিফ, ইফরান হোসেন ও ফাহাদ হোসেন।
বরিশাল বিভাগ:
সোহাগ গাজী (অধিনায়ক), ইফতেখার হোসেন, আব্দুল মজিদ, মইনুল ইসলাম, ফজলে মাহমুদ, সালমান হোসেন, শামসুল ইসলাম, আহরার আমিন, মইন খান, তানভির ইসলাম, জেহাদুল হক, কামরুল ইসলাম, রুয়েল মিয়া, নুর মোহাম্মদ ও মেহেদি হাসান।
ঢাকা/ইয়াসিন/আমিনুল