মিলারের ঝড় ও লিন্ডের অলরাউন্ডিং নৈপুণ্যে জিতল দ. আফ্রিকা

ডেভিড মিলার মানেই ঝড়, হোক সেটা যেকোনো ফরম্যাট। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আরো একবার নিজের বিধ্বংসী রূপ দেখালেন মিলার। সেই সঙ্গে ব্যাট-বল হাতে জ্বলে ওঠলেন জর্জ লিন্ডে। তাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডারবানে মিলারের ফিফটিতে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৮টি ছক্কা ও ৪টি চারে ৪০ বলে ৮২ রানের ইনিংস খেলেন মিলার। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে পারে পাকিস্তান।
কিংসমিডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৮ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। একে একে বিদায় নেন রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডাসেন ও ম্যাথু ব্রিটস্কি।
এরপর ক্লাসেনকে নিয়ে চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন মিলার। ১২ রান করে বিদায় নেন ক্লাসেন। এরপর ফিরে যান ডোনোভান পেরেইরা। এরপর মারকাটারি ব্যাটিং করে ফিফটি তুলে নেন মিলার। ২৮ বলে পঞ্চাশের ঘরে পা রাখেন তিনি।
সেঞ্চুরির দিকেই যাচ্ছিলেন মিলার। তবে তাকে থামিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। দ্রুত আরও দুই উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা ১৮৩ পর্যন্ত যেতে পারে লিন্ডের সৌজন্যে। কিউনা মাফাকার সঙ্গে ২৪ বলে ৪২ রানের জুটিতে লিন্ডের অবদান ২৯। ২৪ বলে ৪৮ রান করে থামেন তিনি।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও আবরার।
লক্ষ্য তাড়ায় শুরুতে বাবর আজমকে হারায় পাকিস্তান। শূন্য রানে ফেরেন সাবেক অধিনায়ক। তিনে নামা সাইম আইয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটিতে দলকে এগিয়ে নেন রিজওয়ান। ১৫ বলে ৭ চারে ৩১ রান করে বিদায় নেন সাইম। উসমান রান পাননি। তাইয়াব তাহির ফেরেন ১৮ বলে ১৮ রান করে।
শেষ পাঁচ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৭৩ রান। সপ্তদশ ওভারে মাফাকা দেন মোট ২৪ রান। ১৯তম ওভারে তিনটি চারে ১২ রান নিয়ে আশা বাঁচিয়ে রাখেন রিজওয়ান। তবে শেষ ওভারে ১৯ রানের সমীকরণ মেলাতে পারেনি পাকিস্তান। তাতেই জয় পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৩/৯ (মিলার ৮২, ক্লসেন ১২, লিন্ডা ৪৮)
পাকিস্তান: ২০ ওভারে ১৭২/৮ (রিজওয়ান ৭৪, তাহির ১৮, মুকিম ৫*)
ফল: দক্ষিণ আফ্রিকা ১১ রানে জয়ী
সিরিজ: ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
ম্যান অব দ্য ম্যাচ: জর্জ লিন্ডে
ঢাকা/বিজয়