এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি হাঁকালেন জিসান
প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ঘরোয়া ক্রিকেটের বিশ ওভারের লড়াই এনসিএল টি-টোয়েন্টি। আসরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেট বিভাগের জিসান আলম। ঢাকার বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমে ঝড়ো গতিতে কাঁটায় কাঁটায় একশ রান করেন এই তরুণ ব্যাটার।
বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। ওপেনিংয়ে নেমে শুরু ইনিংসের প্রায় সবটা খেলেন জিসান। ৫২ বলে তুলে নেন সেঞ্চুরি। তার ৫৩ বলে ১০০ রানের ইনিংসে ছিল ১০ ছক্কা এবং ৪ টি চারের মার।
জিসানের সেঞ্চুরির দিনে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে সিলেট। তার সেঞ্চুরির সঙ্গে দুটি ঝড়ো ইনিংস খেলেন ওপেনার তাওফিক খান তুষার ও চারে নামা মাহফুজুর রহমান রাব্বি। তুষার ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। সমান বলে রাব্বি ৪ চার ও ১ ছক্কায় করেন ৩০ রান।
যুব দলের গণ্ডি পার হওয়া জিসানের মারকাটারি ব্যাটিংয়ের সুনাম আগেই ছিল। আজ সুযোগ পেয়ে আরেকবার দেখালেন ঝলক। তবে ইনিংসের শুরুতে দেখেশুনে খেলে এগোতে থাকেন এই ব্যাটার। সিঙ্গেল-ডাবলসে নিজেকে প্রস্তুতের কাজটা করেন। দলীয় ১০ ওভারে সিলেটের রান ছিল ১ উইকেটে ৭১, জিসানের ২৭ বলে ২৬!
সেখান থেকেই শুরু হয় ঝড়। পরের ওভারে এনামুল হকের ওপর চড়াও হয়ে শুরু। এরপর আর থামাথামি নাই। চর্তুদশ ওভারে সালাউদ্দিন শাকিলকে ছক্কা মেরে ৩৯ বলে হাফ সেঞ্চুরির ঘরে পৌঁছান এই ব্যাটার। এরপর কেবল চার-ছক্কার ঝড়। অবশ্য বল গড়িয়ে বাউন্ডারিতে নেওয়ার চেয়ে উড়িয়েই ফেলছেন বেশি!
৩৯ বলে সেঞ্চুরি করা জিসান সেঞ্চুরির ঘরে পৌঁছাতে খেলেন মাত্র ১৩ বল। অর্থাৎ এই ১৩ বলে করেছেন বাকি পঞ্চাশ রান। প্রথম পঞ্চাশ করতে মাত্র ৩টি ছক্কা হাঁকানো জিসান পরের পঞ্চাশ ছুঁতে ছক্কা হাঁকিয়েছেন আরো ৭টি। সব মিলিয়ে ১০ ছক্কা ও ৪ চারে সাজিয়েছেন ইনিংস।
ঢাকা/বিজয়