ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আটালান্টার বিপক্ষে জিতল রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১১ ডিসেম্বর ২০২৪  
আটালান্টার বিপক্ষে জিতল রিয়াল

লা লিগায় জয়ের ধারায় ফেরার পর চ্যাম্পিয়নস লিগেও সেটা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। আ্টালান্টার বিপক্ষে ম্যাচটি তারা জিতেছে ৩-২ ব্যবধানে। এই জয়ে নক আউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে বল দখলের লড়াইয়ে প্রায় সমানে সমান লড়ে যায় রিয়াল-আটালান্টা। ৫৫ শতাংশ সময় বল দখলে রাখে আ্টালান্টা। তার গোলের জন্য ২০টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে। বিপরীতে রিয়ালের ১০ শটের ছয়টি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুতেই রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এরপর বিরতির ঠিক আগমুহূর্তে সমতা টানেন চার্ল দে কেটেলার। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করেন ভিনিসিউস ও জুড বেলিংহ্যাম। শেষে একটি গোল শোধ করেন আটালান্টার আদেমোলা লুকমান।

আরো পড়ুন:

এই জয়ে ছয় ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে রিয়াল। এদিকে আসরে প্রথম চার ম্যাচে জাল অক্ষত রাখা আটালান্টা টানা তিন গোল খেয়ে চার ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছে। তাদের পয়েন্ট ১১।

আরেক ম্যাচে সালসবুর্ককে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। ৭ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে উঠেছে ফরাসি ক্লাবটি। জিরোনাকে ১-০ গোলে হারিয়ে লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে তাদের।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়