ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শান্ত-মুশফিক-তাওহীদের জন্য অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১১ ডিসেম্বর ২০২৪  
শান্ত-মুশফিক-তাওহীদের জন্য অপেক্ষা

রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের জাতীয় লিগ টি-টোয়েন্টির ম্যাচ চলছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে। রাজশাহী তখন খুলনার দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং করছিল। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডাগআউট থেকে বেরিয়ে সতীর্থদের জন্য নিয়ে আসলেন ড্রিংকস।

দুই ওভারের মাঝে শুধু ড্রিংকসই নিয়ে আসলেন না, লম্বা সময় তাদের দিলেন পরামর্শ। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে রাজশাহী তখন খুলনার চেয়ে রান রেটে এগিয়ে। আলোকস্বল্পতায় ম্যাচ বাতিল হলে রাজশাহী ম্যাচ জিতে যাবে। শেষ পর্যন্ত তা-ই হলো।

চোট কাটিয়ে মাঠে ফেরার মতো ফিট নন শান্ত। তবুও নিজের বিভাগীয় দলের সঙ্গে সিলেটে তিনি। সামনেই তাকে পাওয়া যাবে। এর আগে পুরোটা সময় দলের সঙ্গেই কাটাচ্ছেন। জানা গেছে, ১৪ ডিসেম্বর মাঠে ফিরবেন শান্ত। শুধু তিনি নন, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের জন্য অপেক্ষা করছে রাজশাহী।

আরো পড়ুন:

মুশফিকুর রহিম চোট কাটিয়ে মাঠে ফিরে ব্যাটিং অনুশীলন করছেন। মিরপুরের নেটে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন। তাকে রাজশাহীর জার্সিতে শেষ দুই ম্যাচে দেখা যাবে। কুঁচকির চোটে ভোগা তাওহীদ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন। তার একটি পরীক্ষা আগামী শনিবার করানো হবে। সেই রিপোর্টের পর তাওহীদের মাঠে নামা নিশ্চিত হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়