ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

৩ মহাদেশের ৬ দেশে ২০৩০ ফুটবল বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:০০, ১১ ডিসেম্বর ২০২৪
৩ মহাদেশের ৬ দেশে ২০৩০ ফুটবল বিশ্বকাপ

২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্তি হবে। আর এই শতবর্ষ পূর্তির বিশ্বকাপের আয়োজক আজ বুধবার (১১ ডিসেম্বর, ২০২৪) রাতে নিশ্চিত করেছে ফিফা। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হয়েছে তিন মহাদেশের ৬ দেশ।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক হয়েছে তিন দেশ— স্পেন (ইউরোপ), পর্তুগাল (ইউরোপ) ও মরোক্কো (আফ্রিকা)। এর পাশাপাশি শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে দক্ষিণ আমেরিকার তিনটি দেশে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশগুলো হলো— প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও উরুগুয়ে। সেক্ষেত্রে উরুগুয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে। দ্বিতীয় ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা। আর তৃতীয় ম্যাচ আয়োজন করবে প্যারাগুয়ে।

এরপর বিশ্বকাপের বাকি আয়োজন হবে স্পেন, পর্তুগাল ও মরোক্কোতে। পর্তুগাল এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজক হলো। অন্যদিকে ১৯৮২ সালের পর আয়োজক হলো স্পেন। মরোক্কো ও প্যারাগুয়ে এবারই প্রথম স্বাদ পাবে বিশ্বকাপ আয়োজনের।

আরো পড়ুন:

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। ১৯৭৮ সালের আসর হয়েছিল আর্জেন্টিনায়।

২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক ঘোষণা দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো বলেন, ‘‘আমরা আরও কয়েকটি দেশে ফুটবল নিয়ে যাচ্ছি। বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াটা কখনোই কোয়ালিটি কমাবে না। এটা মূলত সুযোগ তৈরি করবে। সুযোগ বাড়াবে।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়