ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

১০ মিনিটে দুই গোল করে বার্সেলোনাকে জেতালেন তোরেস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:২৫, ১২ ডিসেম্বর ২০২৪
১০ মিনিটে দুই গোল করে বার্সেলোনাকে জেতালেন তোরেস

চ্যাম্পিয়নস লিগের লড়াই মানেই জমজমাট। আরেকবার সেটা দেখাল বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড। তাতে শেষমেশ জয় হলো বার্সেলোনার। তাদের জয়ের নায়ক বদলি হিসেবে নামা ফেরান তোরেস। তার ১০ মিনিটের জোড়া গোলে বরুশিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে টেবিলে দুই নম্বরে উঠল হ্যান্সি ফ্লিকের দল।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনহা। এরপর পেনাল্টি থেকে সমতা ফেরান গুরাসি। বদলি নামার কিছুক্ষণের মধ্যে বার্সাকে ফের লিড এনে দেন তোরেস। এরপর আবারও বরুশিয়াকে সমতায় ফেরান গুরাসি। তবে যোগ করা সময়ের গোলে নায়ক বনে যান তোরেস।

ম্যাচের শুরু থেকেই গোছাল ফুটবল উপহার দেওয়া বার্সেলোনা ভালো সুযোগ পায় চতুর্দশ মিনিটে। তবে লামিন ইয়ামালের পাসে জাল খুঁজে নিতে পারেননি রাফিনহা। প্রথমার্ধে একের পর এক আক্রমণ চললেও আর গোলের দেখা পায়নি কোনো দল। 

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ৫২তম মিনিটে দানি ওলমোর থ্রু বল ধরে বক্সে ঢুকে ঠিকানা খুঁজে নেন রাফিনহা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এ নিয়ে ২৩ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৭টি।

লিড নেওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি বার্সেলোনার ভাগ্যে। ৫৮তম মিনিটে সমতা ফেরায় বরুশিয়া। পাউ কুবার্সি বক্সে গুরাসিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার স্পট কিকে সমতা টানেন গুরাসি।

৭১তম মিনিটে তোরেসকে নিয়ে বাজি ফেলেন বার্সা কোচ। লেভানডোভস্কিকে তুলে নামান তোরেসকে। সেই সঙ্গে আরো দুই পরিবর্তন। তাতেই বাজিমাত। বদলি নামার চার মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন তোরেস। কুন্দের কাট-ব্যাকে ফের্মিনের ভলি কোবেল ঠেকালেও ফিরতি শটে জাল খুঁজে নেন তোরেস।

এবারও এগিয়ে যাওয়ার হাসি বেশিক্ষণ থাকেনি বার্সেলোনার। তিন মিনিট পর আবার সমতা ফেরায় ডর্টমুন্ড। ভুল পাসে বল পেয়ে আক্রমণে ওঠে স্বাগতিকরা। বক্স ছেড়ে বেরিয়ে এসে ভুল করেন ইনাকি পেনা। সতীর্থের পাসে ফাঁকা জালে বল পাঠান গুরাসি।

এরপর জমে ওঠে ম্যাচ। চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তাতে ৮৫তম মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের চমৎকার পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন তোরেস। শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বরুশিয়া।

এই জয়ের পর ৬ ম্যাচে টানা পাঁচ জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ১৫। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আরেক ম্যাচে মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পরই তিনে আছে ইংলিশ ক্লাবটি। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে গতবারের রানার্সআপ ডর্টমুন্ড।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়