ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

জুভেন্টাসের কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:০৭, ১২ ডিসেম্বর ২০২৪
জুভেন্টাসের কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় ম্যানসিটি

চলতি মৌসুমটা কি দারুণই না শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারল না। প্রিমিয়ার লিগের পারফর্ম্যান্সের প্রভাব পড়েছে চ্যাম্পিয়নস লিগেও। এবার লিভারপুলের কাছে হেরে ইউরোপ সেরার আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় সিটিজেনরা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ২-০ গোলে হেরেছে ম্যনসিটি।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে দুসান ভ্লাহোভিচের গোলে প্রথমে এগিয়ে যায় জুভেন্টাস। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি। পুরো সময়ে কোনো গোল শোধ করতে পারেনি সিটি।

এই জয়ের পর পয়েন্ট টেবিলে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ইউভেন্তুস। ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে সিটি। এই হারে সিটির চ্যাম্পিয়ন্স লিগের পরের ধাপে ওঠার সম্ভাবনা আরও ফিকে হয়ে গেল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচের মাত্র একটি জিতেছে তারা।

আরো পড়ুন:

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়