অনিশ্চয়তায় গিলেস্পির ভাগ্য
পাকিস্তান ক্রিকেটে রদবদল চলছে। বোর্ড থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন আনছে তারা। টিম ম্যানেজমেন্টেও তাদের এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তবে কোচদের চাকরির ব্যাপারে এখনো নিশ্চয়তা দিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে অনিশ্চয়তায় ভুগছেন প্রধান কোচ জেসন গিলেস্পি, খবর ইএসপিএন ক্রিকইনফো।
পাকিস্তান ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে চুক্তি শেষ হয়েছে টেস্ট দলের সহকারী কোচ টিম নিয়েলসনের। এরপর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি পিসিবি। আদতে তাদের ইচ্ছাও নেই চলে জানা গেছে।
পিসিবির এমন সিদ্ধান্তের পর টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পিও নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে শুরু করেছেন বলে জানিয়েছে ক্রিকইনফো। কারণ দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সহকারী কোচের সঙ্গে চুক্তি নবায়ন না করার ব্যাপারে গিলেস্পিকে জানায়নি পিসিবি। এমন সিদ্ধান্ত মোটেই ভালো চোখে দেখছেন না এই অস্ট্রেলিয়ান।
গ্যারি কারস্টেন চলে যাওয়ার পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় ছিলেন গিলেস্পি। তার সঙ্গে সহকারী কোচ নিয়েলসনের ভালো সম্পর্ক ছিল। তার সঙ্গে পিসিবির নতুন করে চুক্তি না করার সিদ্ধান্তে গিলেস্পি স্বাভাবিকভাবেই চটেছেন। নিয়েলসনের বিকল্প কে হবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পিসিবি।
সব মিলিয়ে পিসিবি ও গিলেস্পির সম্পর্ক অবনতির দিকেই যাচ্ছে। ইএসপিএন জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরুর আগেই গিলেস্পির কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি পিসিবি তাকে ছাঁটাই করতে চায়, তাহলে চুক্তির বাকি মেয়াদের বেশির ভাগ অর্থই পরিশোধ করতে হবে। গিলেস্পির সঙ্গে পিসিবির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত।
ঢাকা/বিজয়