আইসিসির নভেম্বর মাসের সেরা রউফ ও ওয়াট-হজ
আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তানের হারিস রউফ। মেয়েদের সেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। ক্যারিয়ারে এই প্রথম দুজন আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ের পেছনে বড় অবদান রেখেছেন রউফ। আর পুরো নভেম্বর মাসজুড়ে করেছেন দারুণ বোলিং। দুই সিরিজ মিলিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৮ উইকেট। তিনি পেছনে ফেলেছেন জাসপ্রীত বুমরাহ এবং মার্কো জানসেনকে।
মেয়েদের লড়াইয়ে বাংলাদেশের শারমিন আক্তার ও দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ককে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছেন ওয়াট-হজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৭১ গড়ে ১৪২ রান তুলেছেন ড্যানি। ইংলিশ মেয়েরাও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়া মেয়েদের।
ঢাকা/বিজয়