দক্ষিণ আফ্রিকাকে দুঃসংবাদ দিলেন নরকিয়া
পাকিস্তান সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে একের পর এক দুঃসংবাদ হামলে পড়েছে। পেস আক্রমণের প্রথম সারির তারকারা দলকে দিচ্ছেন দুঃসংবাদ। এবার পায়ের বুড়ো আঙ্গুলের চোটে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার অ্যানরিখ নরকিয়া।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না নরকিয়া। ইনজুরির জন্য পর্যবেক্ষণে ছিলেন। এবার স্ক্যানে ধরা পড়ল চিড়। পরবর্তী দুই ম্যাচের জন্য তাকে বিশ্রামে রাখতে যাচ্ছে প্রোটিয়ারা। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অনভিষিক্ত পেসার দাইয়ান গালিম।
সবশেষ চলতি মাসের শুরুতে আবুধাবি টি-টেনে খেলেছিলেন নরকিয়া। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন গেল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আশা করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফিতেই পুরোদমে ফিট হয়ে মাঠে নামবেন এই পেসার। সহসাই তাকে মাঠে নামাতে চাচ্ছে না প্রোটিয়ারা।
নরকিয়ার ক্যারিয়ার চোটাক্রান্ত। সবশেষ ১৫ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চোট পেয়েছেন এই তারকা পেসার। ২০২৩ সালে চোটের কারণে তাকে নয় মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। এরপর আইপিএলে দিয়ে ক্রিকেটে ফিরে বিশ্বকাপে হয়েছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বোলার।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের কয়েকজন তারকা চোটের কারণে বাহিরে রয়েছেন। জেরাল্ড কোয়েটজি এবং লুঙ্গি এনগিডি কুঁচকির চোটে ভুগছেন। আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি উইয়ান মুল্ডার। সবশেষ তালিকাটা ভারী করলেন নরকিয়া।
ঢাকা/বিজয়