ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

নারী ক্রিকেটে নতুন দিগন্তের দ্বার উন্মোচন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:১৮, ১২ ডিসেম্বর ২০২৪
নারী ক্রিকেটে নতুন দিগন্তের দ্বার উন্মোচন

বাংলাদেশে নারী ক্রিকেটের ইতিহাস খুব বেশি দিনের নয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েরা তাদের সামর্থের প্রমাণ দিয়ে সাফল্য অর্জন করেছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেই এতোদিন সীমাবদ্ধ ছিল বাংলাদেশের নারী ক্রিকেট। তবে এবার নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে নারীদের ক্রিকেট। তাদের জন্য প্রথমবার শুরু হতে যাচ্ছে ‘প্রথম শ্রেণির ক্রিকেট’। আগামী ২১ ডিসেম্বর রাজশাহীতে শুরু হবে মেয়েদের প্রথম তিন দিনের ম্যাচ। প্রথমবার সাদা পোশাকে মাঠে নামবেন জ্যোতি-জাহানারা-ফারজানারা।

দুই ম্যাচের এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-২০২৪’। যেখানে চারটি দল অংশ নিবে। দলগুলো হলো ইস্ট জোন, সাউথ জোন, নর্থ জোন ও সেন্ট্রাল জোন।

আরো পড়ুন:

উদ্বোধনী দিনে সাউথ জোন মুখোমুখি হবে ইস্ট জোনের। আর অপর ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল জোন ও নর্থ জোন।

এরপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় তিন দিনের ম্যাচ। সেখানে প্রথম ম্যাচে সাউথ জোন লড়বে নর্থ জোনের বিপক্ষে আর সেন্ট্রাল জোন মুখোমুখি হবে ইস্ট জোনের।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়