ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

সরাসরি: রানআউটে থামলো মিরাজের ৭৭ রানের ইনিংস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৪১, ১২ ডিসেম্বর ২০২৪
রানআউটে  থামলো মিরাজের ৭৭ রানের ইনিংস

বাংলাদেশ: ১৭১/৪ (২৯.৪ ওভার) 

মোতিকে ছক্কার পর সাজঘরে সৌম্য

মোতিকে মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান সৌম্য। পরের বলেই সৌম্যর ব্যাট মিস করে লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। মিরাজের সঙ্গে কথা বলে রিভিউ নেন সৌম্য। লাভ হয়নি। ৭৩ বলে ৭৩ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ৪টি ছয় ও ৪টি চারের মারে ইনিংসটি সাজান তিনি।  ১৪৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সৌম্যর আউটে ভাঙে ১৩৬ রানের জুটি। ক্রিজে মিরাজের সঙ্গী হন আফিফ।  

আরো পড়ুন:

সৌম্য-মিরাজের ফিফটি, বাংলাদেশের সেঞ্চুরি

গুদাকেশ মোতিকে চার মেরে ফিফটির দেখা পান মিরাজ। ৫৬ বলে ৬টি চার ও ১টি ছয়ের মারে ফিফটির ইনিংসটি সাজিয়েছেন। এক বল পরেই মোতির ওভারে সিঙ্গেল নিয়ে ফিফটির দেখা পান সৌম্য। ৩টি করে চার-ছয়ের মারে ৫৮ বলে ফিফটি করেন এই বাঁহাতি ব্যাটার। ১৯.১ ওভারে বাংলাদেশ দলীয় রান ১০০ পার করে। তৃতীয় উইকেটে ১০৮ বলে সৌম্য-মিরাজ জুটির সেঞ্চুরি হয়। 

সৌম্য-মিরাজের প্রতিরোধ 

তিন বলের মধ্যে শূন্য রানে ফেরেন তানজীদ-লিটন। শুরুতেই জোড়া ধাক্কা সামলে প্রতিরোধ গড়েন সৌম্য-মিরাজ। প্রথম পাওয়ার প্লে-তে বাংলাদেশ ২ উইকেটে ৪৬ রান করে । পাওয়ার প্লের পর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দলীয় ফিফটি পূর্ণ করেন সৌম্য। দুজনের ফিফটির জুটি হয় ৫৬ বলে। সৌম্য ৩০ ও মিরাজ ৩৫ রানে ব্যট করছেন।

শুরুতেই শূন্য রানে ফিরলেন তানজীদ-লিটন

আলঝারি জোসেফের আউটসাইড অফের বলে পুল করতে চেয়েছিলেন তানজীদ। কিন্তু কিছুটা দেরি করে ফেলেন এই বাঁহাতি ব্যাটার। মিডউইকেটে সহজ ক্যাচ ধরেছেন রাদারফোর্ড। ৫ বল খেলে শূন্য রানে ফেরেন এই ব্যাটার। ক্রিজে আসা নতুন ব্যাটার লিটন ফেরেন ১ বলের ব্যবধানে। ব্যাক অব লেন্থের বল বেরিয়ে যাচ্ছিল অফ দিয়ে। ব্যাট চালিয়ে বসেন লিটন। কানা লেগে যায় উইকেটের পেছনে। ২ বলে শূন্য রানে ফেরেন লিটন। ৯ রানে বাংলাদেশ হারালো ২ উইকেট। ক্রিজে সৌম্যর সঙ্গী মিরাজ। 

ধবলধোলাই এড়ানোর মঞ্চে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় লড়াই শুরু হবে। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে মেহেদী হাসান মিরাজের দল। ২-০ ব্যবধানে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ লড়াই ধবলধোলাই এড়ানোর। 

একাদশে তিন পরিবর্তন

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে তিন পরিবর্তন। তিন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজীম সাকিব বিশ্রামে। তাদের পরিবর্তে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ একাদশে এসেছেন।  

বাংলাদেশ একাদশ  

তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক) আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ। 

উইন্ডিজ একাদশে দুই নতুন মুখ 

তি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে উইন্ডিজ। একাদশে ফিরেছেন আলঝারি জোসেফ। অভিষেক হচ্ছে আমির জানগো ও জেদিয়াহ ব্লেডসের। 

উইন্ডিজ একাদশ

ব্র্যান্ডন কিং, আমির জানগো, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, অ্যালিক আথানাজে, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, আলঝারি জোসেফ, ও জেদিয়াহ ব্লেডস।

ঢাকা/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়