মেট্রোর জয়ের দিনে আবারও হেরেছে ঢাকা
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম দিনেই মাঠে নেমেছিল ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ। দুটি দলই পেয়েছিল হারের তিক্ত স্বাদ। তবে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো। তারা ৮ রানের দারুণ জয় পেয়েছে রাজশাহীর বিপক্ষে। তবে মেট্রোর জয়ের দিনে হেরেছে ঢাকা। তারা বৃষ্টি আইনে ২১ রানে হেরেছে রংপুরের কাছে।
ঢাকা মেট্রো ১৯.৫ ওভারে অলআউট হলেও তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটে ভর করে ১৬২ রানের সংগ্রহ পায়। অধিনায়ক নাঈম শেখ ২৩ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৪৩ রান করেন। গাজী মো. তাহজিবুল ইসলাম ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া শামসুর রহমান শুভ ২৭ ও ইমরানুজ্জামান করেন ২১ রান। ১৫টি রান আসে আনিসুল ইসলামের ব্যাট থেকে। এদের বাইরে মিডল ও লোয়ার অর্ডারের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে রাজশাহীর সেরা ছিলেন মোহর শেখ। তিনি ৩.৫ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। নিহাদ উজ জামান ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২টি উইকেট।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। তারপরও তাদের লড়াইয়ে রাখেন ফরহাদ রেজা। সাত নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৩৫ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে আশা জাগিয়ে রাখেন। তার বাইরে হাবিবুর রহমান ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৩ রান। এই দুইজনের বাইরে আর কেউ উল্লেখযোগ্য রানের ইনিংস খেলতে না পারায় জয়ও পাওয়া হয়নি রাজশাহীর। তারা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে।
ঢাকার শহিদুল ইসলাম ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।
এদিকে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর ৫ উইকেট হারিয়ে ১৪০ রানের সংগ্রহ পায়। আর সেটা সম্ভব হয় আরিফুল হক, এনামুল হক এনাম, আকবর আলী ও চৌধুরী মো. রিজওয়ানের ব্যাটে। আরিফুল ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে এনাম ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ২৬ রানে। আকর ১ চার ও ২ ছক্কায় করেন ২৮ আর রিজওয়ান ৩ চার ও ১ ছক্কার মারে করেন ২০ রান।
জবাব দিতে নেমে ঢাকা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পিছিয়ে যেতে থাকে। ১৭ ওভার শেষে তাদের রান হয় ৯ উইকেটে ১১২। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে রংপুর বৃষ্টি আইনে জয় পায় ২১ রানে। ঢাকার হয়ে আরাফাত সানী জুনিয়র সর্বোচ্চ ১৮ রান করেন। ১৭ রান করেন আশিকুর রহমান শিবলি। অধিনায়ক সাইফ হাসানের ব্যাট থেকে আসে ১৫ রান।
বল হাতে ঢাকার ব্যাটিংয়ের ছন্দপতন ঘটান মো. রিজওয়ান। তিনি ৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেন। মুকিদুল ইসলাম মুগ্ধ ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২টি উইকেট। ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরা হন রংপুরের রিজওয়ান।
ঢাকা/আমিনুল