ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ
ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও অপরাধ বিষয়ক পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪’ এর পুরস্কার বিতরণী আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর, ২০২৪) অনুষ্ঠিত হয়েছে।
ইনডোর ও আউটডোরে মোট ১১টি ডিসিপ্লিন ও ইভেন্টের বিজয়ীদের হাতে ওয়ালটনের পুরস্কার তুলে দেওয়া হয়। বিকেলে ক্র্যাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও স্পোর্টস উপদেষ্টা এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। আর সঞ্চালনায় ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক।
এবারের ক্রীড়া উৎসবের ইভেন্টগুলোর মধ্যে ছিল- দাবা, ক্যারম, স্পেডট্রাম, অকশন ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন, লুডু, ফুটবল, ভলিবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন। এছাড়া এবারের ক্রীড়া প্রতিযোগিতায় যেসব সিনিয়র সদস্য ইভেন্ট ও বয়স বিবেচনায় অংশগ্রহণ করতে পারেননি তাদের মধ্যে দশজনকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করে ওয়ালটন। পাশাপাশি সদস্যদের স্ত্রীদের জন্য লুডু খেলার আয়োজনও ছিল।
ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ইভেন্ট পার্টনার ছিল ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
ঢাকা/আমিনুল