নারী বিসিএল: জ্যোতি সেন্ট্রাল জোনে, শারমিন ইস্টে
নারীদের টেস্ট ক্রিকেটে পা রাখার পরিকল্পনায় ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চালু করে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। নারী বিসিএলের প্রথম আসরে চার দলের প্রতিযোগিতায় দুদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার নারীদের টেস্ট ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে বিসিএল আয়োজন হচ্ছে তিনদিনের। প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা দিতেই বিসিবির এমন পরিকল্পনা। এবারও নর্থ, সাউথ, সেন্ট্রাল ও ইস্ট জোন এই চারটি দল অংশ নেবে। নারী ক্রিকেটাররা কে কোন দলে খেলবেন তা এক নজরে দেখে নেওয়া যাক—
সাউথ জোন:
রাবেয়া (অধিনায়ক), শামীমা সুলতানা, বিথি পারভীন, রুবয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়েশা রহমান শুকতারা, রিপা রয়, সালতা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফাতেমা তুজ জোহরা, লেকি চাকমা ও প্রীতি দাস।
নর্থ জোন:
সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমীন সুলতানা, রিতু মনি, মিষ্টি রানী সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, লাকি খাতুন, ফাহেতা জাহান সোনিয়া, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার ও জান্নাতুল ফেরদৌস সুমনা।
সেন্ট্রাল জোন:
নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মৌমিতা হেনা হাসনাত, রিয়া আক্তার শিখা, ফওরা বেগম, লতা মন্ডল, শারমীন আক্তার, সূবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।
ইস্ট জোন:
ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমীন আক্তার সুপ্তা, সুরিয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাকিবুন নাহার জেসমিন, তাজনেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন অর্থি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল