ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

৯ পরিবর্তন এনে দ. আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ১২ ডিসেম্বর ২০২৪  
৯ পরিবর্তন এনে দ. আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সবশেষ অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দলে ৯টি পরিবর্তন এনেছে প্রোটিয়ারা।

লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরেছেন কাগিসু রাবাদা। যিনি সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। এছাড়া ফিরেছেন হেইরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশভ মহারাজ ও তাবরেজ শামসি। তারাও সবশেষ ওয়ানডে খেলেছিলেন এক বছর আগে।

দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন কুয়েনা মাফাকা। যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৯.৭১ গড়ে ২১ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছিলেন। অবশ্য ইতোমধ্যে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছে। চারটি ম্যাচও খেলেছেন। সবচেয়ে কম বয়সী (১৮ বছর) ক্রিকেটার হিসেবে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে রাবাদার পাশাপাশি থাকবেন ওটনিল বার্টম্যান, আন্দিলে ফেলুকাওয়ে ও মার্কো জানসেন। তবে ইনজুরির কারণে এই সিরিজে নেই অ্যানরিখ নরকিয়া।

আগামী ১৭ ডিসেম্বর পার্লে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। এরপর ১৯ ডিসেম্বর কেপ টাউনে দ্বিতীয় ও ২২ ডিসেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

পাকিস্তানের বিপক্ষের এই সিরিজ দিয়ে মূলত দক্ষিণ আফ্রিকা আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেদের ঝালিয়ে নিতে পারবে। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ফেব্রুয়ারিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), কেশব মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকাওয়ে, কাগিসু রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন, তাবরেজ শামসি ও রাসি ফন ডের ডুসেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়