ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

অভিষেক সেঞ্চুরিতে হেইন্সের ৪৬ বছরের রেকর্ড ছুঁলেন আমির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:১৫, ১৩ ডিসেম্বর ২০২৪
অভিষেক সেঞ্চুরিতে হেইন্সের ৪৬ বছরের রেকর্ড ছুঁলেন আমির

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান আমির জঙগুর। আর অভিষেক ম্যাচে অনবদ্য এক সেঞ্চুরি করে রাঙিয়েছেন তিনি। ওয়ার্নার পার্কের ইতিহাসে রেকর্ড ৩২২ রান তাড়া করে দলকে দিয়েছেন অসাধারণ এক জয় উপহার। তাতে ১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে ক্যারিবিয়ানরা। ম্যাচসেরা হন জঙগু।

তবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ডেসমন্ড হেইন্সের ৪৬ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন আমির। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন। হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান, যিনি অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন।

তার ৪৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকান আমির। দারুণ টেম্পারামেন্ট ও ডিটারমিনেশন দেখিয়ে ৮৩ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। স্ট্রাইক রেট ছিল ১২৫.৩০।

আরো পড়ুন:

তার আগে বর্তমান সময়ে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ভারতের লোকেশ রাহুল, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়