ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

হ্যাজেলউডকে নিয়ে গ্যাবায় নামছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১৩ ডিসেম্বর ২০২৪  
হ্যাজেলউডকে নিয়ে গ্যাবায় নামছে অস্ট্রেলিয়া

বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে খেললেও অ্যাডিলেডে জশ হ্যাজেলউডকে পায়নি অস্ট্রেলিয়া। এক ম্যাচ বিরতি দিয়ে আবারো একাদশে ফিরছেন এই পেসার। ভারতের বিপক্ষে ব্রিসবেনে তৃতীয় টেস্টে তাকে নিয়েই মাঠে নামছে অজিরা। বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। 

হ্যাজেলউডের চোটের কারণে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন বোল্যান্ড। সুযোগ পেয়ে পাঁচ উইকেট শিকার করলেও পরের টেস্টে জায়গা হলো না। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের ভাষায় যেটা দুর্ভাগ্যে ছাড়া কিছুই নয়।

কামিন্স বলেছেন, “এটা কঠিন। সে (বোল্যান্ড) অ্যাডিলেডে দুর্দান্ত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে গত ১৮ মাসে বেশিরভাগ সময় বেঞ্চে ছিল এবং যখনই যেখানে সে খেলে সে দুর্দান্ত খেলে। এই সিরিজে তার সুযোগ পাওয়া দারুণ। আমি অবাক হব, যদি সে এই সিরিজে আর খেলার সুযোগ না পায়।”

আরো পড়ুন:

হ্যাজেলউডের ফেরা নিয়ে রোমাঞ্চিত কামিন্স। আগের টেস্টে সাইড স্ট্রেইনের চোটে খেলতে না পারা অজি গতি তারকাকে নিয়ে কামিন্স বলেন, “গতকাল সে ভালো বোলিং করেছে। অ্যাডিলেডেও বেশ ভালো করেছিল। সে এবং মেডিকেল বিভাগ খুবই আত্মবিশ্বাসী।”

প্রথম টেস্টে ভারতের জয়ের পর দ্বিতীয় টেস্ট দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে এখন ১-১ সমতা। ব্রিসবেনে দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ।

অস্ট্রেলিয়া একাদশ: নাথান ম্যাকাসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স( অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়